ইউরো-২০১৬ বাছাইপর্বের ম্যাচে পোল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। এজন্য চ্যাম্পিয়নদের কোচ জোয়াকিম লো ২০ সদস্যের একটি দল ঘোষণা করেছেন।
এ দলে ডাক পাওয়া ২০ জন ফুটবলারের মধ্যে বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন না বায়ার লেভারকুজেনের মিডফিল্ডার করিম বেলারাবি। নতুন ডাক পাওয়া ২৪ বছর বয়সী বেলারাবি গত মাসে বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম গোল (নয় সেকেন্ডে) করে হইচই ফেলে দিয়েছিলেন।
প্রথম বাছাইপর্বের ম্যাচে জার্মানি স্কটল্যান্ডের বিপক্ষে গত আগস্টে ২-১ গোলের জয় পেয়েছিল। আর এবার নতুনদের সঙ্গে অভিজ্ঞদের খেলিয়ে পোল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ থেকে পূর্ণ ছয় পয়েন্ট পেতে চান জোয়াকিম লো। আগামী ১১ অক্টোবর ওয়ারসতে পোল্যান্ডের বিপক্ষে এবং ১৪ অক্টোবর জেলসেলকিরচেনে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে লো’র ছাত্ররা।
জার্মানি দলঃ
গোলরক্ষকঃ ম্যানুয়েল ন্যুয়ের, রোমান উইদেনফেলার ও রন-রবার্ট জেইলার।
ডিফেন্সঃ বোয়েতাং, এরিক ডার্ম, ম্যাথিয়াস জিনতার, ম্যাট হ্যামেলস, মুস্তাফি, অ্যান্তোনিও ও সেবাস্তিয়ান রুদি।
মিডফিল্ডারঃ তরিম বেলারাবি, ড্রাক্সলার, ক্রেমার, টনি ক্রুস, থমাস মুলার, মেসুত ওজিল, লুকাস পোডলস্কি ও আন্দ্রে শুরল।
ফরোয়ার্ডঃ মারিও গোতজে ও ম্যাক্স ক্রুস।
বিডি-প্রতিদিন/৩ অক্টোবর, ২০১৪/মাহবুব