ইনচিওনে এশিয়ান গেমস টি-২০'র ফাইনালে আফগানিস্তানকে ৬৮ রানে হারিয়ে স্বর্ণ জিতেছে শ্রীলঙ্কা। ইয়নহুই ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লঙ্কানরা। তবে আফগানদের দাপুটে বোলিংয়ে লঙ্কানদের সংগ্রহ খুব বেশি বড় হয়নি। ১৯.১ ওভারে ১৩৩ রান তুলতেই সবকটি উইকেট হারিয়ে ফেলে লাহিরু থিরিমান্নের নেতৃত্বে শ্রীলংকা।
ব্যক্তিগত সর্বোচ্চ ৫৭ রান আসে অধিনায়কের ব্যাট থেকে। তিনি ৩৭ বলে সাত চার ও এক ছয়ে এই রান করে মোহাম্মদ নবীর বলে এলবিডব্লিউ হন। এছাড়া ৩৩ রান করেন দিনেশ চান্দিমাল। আর দিলহারার ব্যাট থেকে ১১ রান আসলেও আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। আফগানিস্তানের নবী ৩.১ ওভারে ১৮ রানে চারটি উইকেট নিয়েছেন।
এদিকে, ১৩৪ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে লঙ্কান বোলারদের তাণ্ডবে খেই হারিয়ে ফেলে আফগানরা। ১৭.৪ ওভারে মাত্র ৬৫ রান তুলতেই শেষ হয় তাদের ইনিংস।
দলের তিন জন ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে আসতে পারেনি। ওপেনার নাজিব সরকার ব্যক্তিগত সর্বোচ্চ রান করলেও তার ব্যাট থেকে আসে মাত্র ১৭ রান। লঙ্কান বোলারদের মধ্যে জীবন মেন্ডিস নিয়েছেন তিনটি উইকেট। আর দুটি করে উইকেট নেন ইসুরু উদানা ও চাতুরাঙ্গা ডি সিলভা।
বিডি-প্রতিদিন/অক্টোবর ২০১৪/শরীফ