নেদারল্যান্ডসের ফরোয়ার্ড কুইট অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৪ বছর বয়সী ডাচ এ ফুটবলার দেশের হয়ে নিজের বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে লুই ভন গালের নেদারল্যান্ডস স্কোয়াডে ছিলেন কুইট। দেশের জার্সি গায়ে খেলেছেন ১০৪টি ম্যাচ। গোল করেছেন ২৪টি। ডাচদের হয়ে মাঠে নেমে মাত্র ১৩টি ম্যাচে হারের স্বাদ পেয়েছেন কুইট। দেশের হয়ে জিতেছেন ৬৮টি ম্যাচ, ড্র দেখেছেন ২৩টি ম্যাচে।
তিনটি বিশ্বকাপে অংশ নেওয়া কুইট অবসরের সিদ্ধান্ত জানিয়ে বলেন, ‘অবসরের সিদ্ধান্ত নেওয়া আমার জন্য কঠিন ছিল। দীর্ঘদিন ধরে আমি ডাচদের হয়ে খেলেছি। সমর্থকদের জন্যই আমি খেলেছি।’
প্রায় ১০ বছর জাতীয় দলে খেলা লিভারপুলের সাবেক এ উইঙ্গার আরো বলেন, 'আমি সতীর্থদের অনেক মিস করব। সব থেকে বেশি মিস করব দেশের জাতীয় সংগীত। দেশের হয়ে খেলতে দেওয়ার জন্য আমি ফেডারশেনকে ধন্যবাদ। আর দেশের হয়ে খেলাটা আমার জন্য গর্বের ছিল।'
২০০৪ সালে ডাচদের জাতীয় দলে যোগ দেওয়া কুইট ২০০৬-১২ সাল পর্যন্ত লিভারপুলের হয়ে খেলেছেন ২৮৫টি ম্যাচ। গোল করেছেন ৭১টি। তবে দেশের হয়ে অবসর নিলেও ফেনারবাচের হয়ে ৬৪ ম্যাচ খেলা কুইট ক্লাবের হয়ে খেলা চালিয়ে যাবেন বলে জানান।
বিডি-প্রতিদিন/অক্টোবর ২০১৪/শরীফ