দক্ষিণ কোরিয়ার ইনচিওনে অনুষ্ঠিত ১৭তম এশিয়ান গেমসে পুরুষ ফুটবলে স্বর্ণ জিতেছে স্বাগতিকরা। ফাইনালে দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ ছিল উত্তর কোরিয়া। ম্যাচে ১-০ গোলের জয় পায় স্বাগতিকরা। এশিয়াডে চতুর্থবারের মতো স্বর্ণ জিতল দেশটি। এর আগে দেশটি সর্বশেষ ১৯৮৬ সালে ফুটবলে স্বর্ণ জিতেছিল।
ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। বিরতিতে যাওয়ার আগে টান টান উত্তেজনায় ভরা এ ম্যাচটিতে গোল না হলে রাজনৈতিক কারণে পৃথক হওয়া দুটি দেশের দর্শকদের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছিল। বিরতি শেষে ম্যাচের ৭৫ মিনিটে উত্তর কোরিয়ার ফুটবলার কাং-রাইওংয়ের একটি হেড করা বল গোলবারের উপর দিয়ে চলে যায়। ফলে গোল বঞ্চিত হয় অতিথিরা।
ম্যাচের শেষ দিকে এসে গোলের দেখা মেলে দক্ষিণ কোরিয়ার। রিম চাং-উ’য়ের একমাত্র গোলে ১-০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে আয়োজক দেশটি।
বিডি-প্রতিদিন/অক্টোবর ২০১৪/শরীফ