চীনা ওপেনের এক সেমিফাইনালে মুখোমুখি হচ্ছেন বিশ্ব টেনিসের এক নম্বর তারকা নোভাক জোকোভিচ ও ব্রিটিশ নাম্বার ওয়ান অ্যান্ডি মারে। খবর দ্য হিন্দু অনলাইনের
বেইজিংয়ে অনুষ্ঠিত চীনা ওপেনে কোয়ার্টার ফাইনালে তিনি মারিন চিলিসকে ৬-১,৬-২ সেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন। মারিন সিলিক এ বছর ইউএস ওপেন শিরোপা জিতেছেন।
অপরদিকে আরেক কোয়ার্টার ফাইনালে জোকোভিচ বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রবকে ৬-২, ৬-৪ গেমে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেন।
বিডি-প্রতিদিন/অক্টোবর ২০১৪/শরীফ