স্প্যানিশ লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তেলমো জারার রেকর্ডটি বোধহয় এবার ভেঙেই ফেলবেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। স্প্যানিশ এই খেলোয়াড় ১৯৪০-৫৫ সাল পর্যন্ত অ্যাথলেটিক বিলবাওর হয়ে খেলে রেকর্ড ২৫১ গোল করেছিলেন। তার এই রেকর্ডটি গেল ৬০ বছর ধরে অধরাই রয়েছে। বর্তমানে মেসির গোলসংখ্যা ২৪৮টি। শনিবার রায়ো ভায়োকানোর বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এই ম্যাচে হ্যাটট্রিক করতে পারলেই লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে তেলমো জারার পাশে নাম উঠে যাবে মেসির।
এমন একটি রেকর্ডের সামনে থাকলেও মেসি বিষয়টি নিয়ে ভাবছেন না। তিনি বলেন, ‘বর্তমানে আমি রেকর্ড নিয়ে ভাবছি না। তবে বিশ্বের অন্যতম সেরা লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়াটা হবে দারুণ কিছু। এখানে অনেক সেরা গোলদাতা ও খেলোয়াড়রা খেলেছেন। রেকর্ডটি যখন ইচ্ছা তখন হোক।’
ইতিমধ্যে মেসি ক্লাব ও জাতীয় দলের হয়ে ৪০২ গোল করেছেন।
লা লিগার সর্বকালের সেরা পাঁচ গোলদাতা
খেলোয়াড়ের নাম গোলসংখ্যা
১. তেলমো জারা ২৫১
২ . লিওনেল মেসি ২৪৮
৩ . হুগো সানচেজ ২৩৪
৪ . রাউল ২২৮
৫ . আলফ্রেডো ডি স্টেফানো ২২৭
বিডি-প্রতিদিন/ ০৩ অক্টোবর ২০১৪/ আহমেদ