মুশফিকুর রহিম প্রথম বিশ্বকাপ খেলেন ২০০৭ সালে। এবারের আসর তার তৃতীয়। তিনটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে শুধুমাত্র মোহাম্মদ আশরাফুলের। সাবেক অধিনায়কের পাশে নাম লেখাবেন মুশফিকসহ মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ক্রিকেট মহাযজ্ঞে তৃতীয়বারের মতো খেলাকে স্মরণীয় করে রাখতে চান টেস্ট অধিনায়ক মুশফিক। স্মরণীয় করে রাখতে ব্যক্তিগতভাবে এঁকেছেন বেশকিছু পরিকল্পনা। শুধু ব্যক্তিগতভাবেই নয়, দেশ যাতে সাফল্য পায়, সেজন্যও মুখিয়ে আছেন সাবেক ওয়ানডে অধিনায়ক। ব্যক্তিগতভাবে মনে করেন, চারটি জয় পেলে কোয়ার্টার ফাইনাল খেলা সম্ভব।
বিশ্বকাপের অভিষেক ম্যাচেই বাজিমাত করেন ভারতকে হারিয়ে। ভারতকে ৫ উইকেটে হারানোর ম্যাচে খেলেছিলেন ৫৬ রানের ইনিংস। এরপর অবশ্য বিশ্বকাপের দুই আসরে আরও ১৪টি ম্যাচ খেলেন মুশফিক। কিন্তু বড় স্কোরের দেখা পাননি। এখন অনেক বেশি অভিজ্ঞ। সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান বিশ্বকাপের ১৫ ম্যাচে ২১২ রান করা মুশফিক, ‘দুটি বিশ্বকাপ খেলেছি। যদিও পারফরম্যান্স আহামরি কিছু নয়। তারপরও সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে চেষ্টা করব সর্বোচ্চটা খেলতে। আমি চাই দলের জয়ে যেন আমার স্কোর থাকে। গ্রুপ পর্বের ছয় ম্যাচেই যেন সেরাটা খেলতে পারি।’ গ্রুপ পর্বে আফগানিস্তান ও স্কটল্যান্ড অপেক্ষাকৃত দুর্বল শক্তি। রয়েছে দুই স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মতো দল। তারপরও মুশফিকের ব্যক্তিগত টার্গেট কোয়ার্টার ফাইনাল, ‘আমার ব্যক্তিগত টার্গেট কোয়ার্টার ফাইনাল। তবে সবকিছু নির্ভর করছে প্রথম ম্যাচের উপর। প্রথমটিতে ভালো করলে পরের গুলোতে সেই আত্মবিশ্বাস কাজ করবে। কোয়ার্টার ফাইনাল খেলতে হলে আমাদের চারটি ম্যাচ জিততে হবে। এটাই আমাদের টার্গেট।’
২০১১ সালে বিশ্বকাপের পর সাকিবের কাছ থেকে দায়িত্ব পান টাইগারদের। এরপর সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছিলেন দলকে। এক সময় মনে হয়েছিল বিশ্বকাপেও দলনায়ক থাকবেন তিনি। কিন্তু ক্রিকেট বোর্ড আস্থা রাখেনি তার ওপর। তার জায়গায় দায়িত্ব তুলে দেয় মাশরাফির ওপর। এতে মনোকষ্ট পেয়েছেন মুশফিক। কিন্তু এখন সেসব নিয়ে ভাবছেন না। ভাবনায় এখন শুধু বিশ্বকাপ ক্রিকেট, ‘অধিনায়কত্ব নিয়ে এখন আর ভাবিনা। এখন ভাবনা শুধু পারফরম্যান্স করা। শেষ সিরিজটি (জিম্বাবুয়ে) ভালো হয়েছে। এখন সেটার ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’ অধিনায়ক না থাকলেও মাশরাফিকে সহায়তা করতে প্রস্তুত মুশফিক, ‘সহায়তা করাই স্বাভাবিক। অধিনায়ক কে, সেটা কোনো বিষয় নয়। মাশরাফি ভাই, সাকিব, আমি, তামিম আমরা সবাই নিজেদের মধ্যে খুবই সহায়তাকারী। সিনিয়র ক্রিকেটাররাও সবসময়ই সহায়তা করেন। আমরা সবাই বাংলাদেশের পক্ষে খেলি। দেশের সাফল্যের জন্য আমরা সবাই চেষ্টার সর্বোচ্চটা করতে প্রস্তুত।’
২০০৭ সালে ভারতকে হারিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। সেই দলের অন্যতম সদস্য ছিলেন মুশফিক। সুপার সিক্সে দক্ষিণ আফ্রিকাকেও হারিয়েছিলেন মুশফিকরা। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের মতো সাফল্য পেতে মুখিয়ে আছে দল বলেন সাবেক ওয়ানডে অধিনায়ক, ‘বিশ্বকাপ একটি বড় টুর্নামেন্ট। যেখানে বিশ্বের বড় বড় দলগুলো অংশ নেয়। আমার কাছে বিশ্বকাপ সে রকমই একটি দল। গত বছরটা আমাদের ভালো কাটেনি। তারপরও গত কয়েক বছর আমরা যে পারফরম্যান্স করেছি, সেটা যেন করতে পারি এবার, সেই চেষ্টা থাকবে আমাদের সবার। বিশ্বকাপের মতো বড় মঞ্চে ভালো করার জন্য চেষ্টার কমতি থাকবে না।’
অস্ট্রেলিয়ান কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ঘাস আচ্ছাদিত উইকেটে অনুশীলন করছেন মুশফিকরা। তারপরও মনে করেন, বিশ্বকাপে স্পিনাররা সহায়তা পাবেন, ‘অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের সাম্প্রতিক সময়ের খেলাগুলো দেখলে খেয়াল করবেন, স্পিনাররা ভালো করছেন। অনেকেই বলছেন, এখন অস্ট্রেলিয়ান ক্রিকেটের শেষ সময়। তাই স্পিনাররা সুবিধা পাবেন। আমাদের বোলিংয়ের মূল শক্তি স্পিন। আমাদের পরিকল্পনা আছে স্পিন দিয়ে ওপেন করানোর। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এখনো দুই সপ্তাহ বাকি। এই সময়টা খুবই সহায়তা করবে বলে মনে করি।’
বিশ্বকাপ শুরু ১৪ ফেব্রুয়ারি। বাংলাদেশের প্রথম খেলা ১৮ ফেব্রুয়ারি। বিশ্বকাপে সাফল্য পেতে মরিয়া টাইগাররা। অস্ট্রেলিয়ান কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দেশ ছাড়ছেন ২৪ জানুয়ারি। ব্রিসবেনে দুই সপ্তাহের একটি ক্যাম্প করবেন মুশফিকরা। ক্যাম্প চলাকালীন দুটি প্রস্তুতি ম্যাচও খেলবেন সেখানে। সব মিলিয়ে তাই বিশ্বকাপের প্রস্তুতি কম নয় বলাই যায়।
শিরোনাম
- থানচির বলিপাড়া থেকে অস্ত্রসহ ৩ জন আটক
- মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সুজা, সম্পাদক আবু বক্কর
- বুড়িচংয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত
- কলাপাড়ায় বসত বাড়িতে ডাকাতির অভিযোগ
- সৌন্দর্য মেলে ধরেছে লাল শাপলা
- ২৪ ঘণ্টায় সারা দেশে গ্রেফতার ১৩৫৩ জন
- এনবিআরের আরেক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- বন্যায় নিরাপত্তাহীনতায় নারীরা, স্বাস্থ্যঝুঁকি ও মৌলিক চাহিদায় প্রভাব
- সিংড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের মৃত্যু
- ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা কারো নেই : রাকিবুল
- জুলাই গণঅভ্যুত্থানে সব অপরাধের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা : চিফ প্রসিকিউটর
- চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
- ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে যোগ দিলেন জুলিয়ান অ্যাসাঞ্জ
- নাটোর চিনিকলে কোটি টাকার মালামাল লুট, পুলিশ হেফাজতে ৮
- ১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো
- গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান ইসরায়েলি বিরোধী নেতার
- ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার পর থানায় ভাসুরের আত্মসমর্পণ
- নেই পাকা সড়ক, পথচলায় কাঁদাই জীবনসঙ্গী
- বালিয়াকান্দিতে সাব-রেজিস্ট্রার অফিসের ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
- যুক্তরাষ্ট্রে মন্দিরে যাওয়ার পথে নিহত একই পরিবারের ৪ ভারতীয়
মুশফিকের লক্ষ্য চার জয়
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর