আগের দিনগুলোর মতো শীতের তীব্রতা ছিল না তেমন। তবে সূর্যের আলোরও দেখা পাওয়া যাচ্ছিল না। কুয়াশার চাদরে ঢাকা ছিল মিরপুরের আকাশ। এর মধ্যেই মধ্যদুপুরে সূর্য একবার উঁকি দিয়ে আলোকিত করে মিরপুর স্টেডিয়ামকে। কিন্তু পরক্ষণেই হারিয়ে যায় কুয়াশার আড়ালে। সূর্য-কুয়াশার এমন লুকোচুরির খেলার দিনে কাল মাশরাফিরা ঘরের মাঠে শেষ অনুশীলন করলেন বিশ্বকাপ ক্রিকেটের। ক্রিকেট মহাযজ্ঞে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ আফগানিস্তান। বিশ্বকাপে সাফল্য পেতে মিশন শুরুর ২৫ দিন আগে দেশ ছাড়ছেন মাশরাফিরা। ব্রিসবেনে দুই সপ্তাহের ক্যাম্প করতে আগামীকাল রাতে ঢাকা ছাড়ছেন ক্রিকেটাররা। ঢাকা ছাড়ার আগে গতকাল রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নৈশভোজে অংশ নেন ক্রিকেটাররা। বিশ্বকাপ উপলক্ষে টাইগারদের ক্যাম্প শুরু হয়েছিল ১২ জানুয়ারি।
১৯৯৯ সাল থেকে নিয়মিত বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। এবার নিয়ে টানা পঞ্চমবার বিশ্বকাপ খেলবে টাইগাররা। প্রতিটি বিশ্বকাপ নিয়ে উন্মাদনায় মেতে থাকে দেশের ক্রিকেটমোদীরা। এবারের উন্মাদনার মাত্রা আগের চেয়ে কম নয়, বরং বেশি। এমন উন্মাদনা কাল বুঝা গেল মাশরাফিদের অনুশীলন শেষে। ক্রিকেটারদের সঙ্গে একই ফ্রেমে নিজেদের বেঁধে রাখতে হুড়োহুড়ি পড়ে যায় মাঠে উপস্থিতজনদের মধ্যে। ক্রিকেটাররাও তাদের খালি হাতে ফেরাননি। হাসিমুখে ছবি তুলেছেন। দোওয়া চেয়েছেন, যেন দেশের মুখ উজ্জ্বল করতে পারেন। কাল মাশরাফিরা শেষ দিনের অনুশীলন করেন ফ্লাড লাইটের আলোয়। ৪ ওভারের ম্যাচ খেলে খেলে নিজেদের ঝালাই করে নেন। অনুশীলনে ১৫ সদস্যের স্কোয়াডের মধ্যে একমাত্র অনুপস্থিত ক্রিকেটার সাকিব আল হাসান। বিগ ব্যাশ টুর্নামেন্ট খেলতে সাকিব চলে যান অস্ট্রেলিয়ায়। সেখানে তিনি মেলবোর্ন রেনেগেডসের পক্ষে অংশ নেন টি-২০ টুর্নামেন্টে। এছাড়া দিন চারেক আগে অংশ নেন তামিম ইকবাল। বাঁ হাঁটুর মিনিসকাসের অস্ত্রোপচার শেষে রিহ্যাব করেন মেলবোর্নে। সেটা শেষে অনুশীলন ক্যাম্পে যোগ দেন বাঁ হাতি ওপেনার। ঘরের মাঠের অনুশীলনে কোনো সমস্যা হয়নি ক্রিকেটারদের মধ্যে। তারপরও ব্যাটিং করার সময় কব্জিতে ব্যথা পেয়েছিলেন বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম। তবে সেটা তেমন গুরুতর ছিল না।
বিশ্বকাপে বাংলাদেশ খেলবে 'এ' গ্রুপে। গ্রুপের অন্য দলগুলো দুই স্বাগতিক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান, স্কটল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। প্রথম ম্যাচ ১৮ ফেব্রুয়ারি প্রথম ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান। ২১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া, ২৬ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা, ৫ মার্চ স্কটল্যান্ড, ৯ মার্চ ইংল্যান্ড ও ১৩ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ। বিশ্বকাপ মিশনে নামার আগে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবেন মাশরাফিরা। ৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও ১২ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে। ব্রিসবেনে যে দুই সপ্তাহের ক্যাম্প করবেন মাশরাফিরা, তখনও দুটি প্রস্তুতিমূলক ম্যাচের প্রতিপক্ষ ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ।