দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায়ের করুণ সুর বাজছিল রুশ সুন্দরী মারিয়া শারাপোভার কানে। তবে শেষ পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করলেন পাঁচবারের গ্র্যান্ডস্লামজয়ী। স্বদেশি আলেক্সান্দ্রা পানোভাকে ৬-১, ৪-৬, ৭-৫ গেমে হারিয়ে অস্ট্রেলিয়া ওপেনে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন দ্বিতীয় বাছাই মারিয়া শারাপোভা। তৃতীয় রাউন্ডে শারাপোভা কাজাখস্তানের জেরিনা দিয়াসের মুখোমুখি হবেন। গতকাল অস্ট্রেলিয়া ওপেনে মেয়েদের এককে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন সপ্তম বাছাই কানাডিয়ান তরুণী ইউজিন বুচার্ড, দশম বাছাই রুশ তারকা একাটেরিনা মাকারোভা এবং ১৪তম বাছাই ইতালিয়ান তরুণী সারা ইরানি। ইউজিন বুচার্ড ৬-০, ৬-৩ গেমে হারিয়েছেন নেদারল্যান্ডসের কিকি বারতেনসকে। মাকারোভা ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন ইতালির রবার্তা ভিঞ্চিকে। সারা ইরানি ৭-৬ (৭/৩), ৬-৩ গেমে হারিয়েছেন সিলভিয়াকে। এদিকে পুরুষ এককে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন দ্বিতীয় বাছাই সুইস কিংবদন্তি রজার ফেদেরার। তিনি ইতালির সাইমন বলেলিকে ৩-৬, ৬-৩, ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন দ্বিতীয় রাউন্ডে। তৃতীয় রাউন্ডে ফেদেরার মুখোমুখি হবেন ইতালির আন্দ্রেস সেপ্পির। বেঁচে গেছেন অস্ট্রেলিয়া ওপেনে পুরুষ এককের তৃতীয় বাছাই স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। তিনি দ্বিতীয় রাউন্ডে ২-১ সেটে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচটা জয় করেছেন ৩-২ সেটে। নাদাল ৬-২, ৩-৬, ৬-৭ (২/৭), ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের টিমকে। স্প্যানিশ এ তারকা তৃতীয় রাউন্ডে ইসরাইলের ডুডি সেলার মুখোমুখি হচ্ছেন। এছাড়াও পুরুষ এককে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ষষ্ঠ বাছাই ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে, সপ্তম বাছাই চেক প্রজাতন্ত্রের টমাস বারডিচ এবং দশম বাছাই বুলগেরিয়ান গ্রিগর দিমিত্রভ।