ওয়ার্ল্ড হকি লিগে বাংলাদেশ গ্রুপ পর্ব ম্যাচে হেরে গেছে জাপান ও পোল্যান্ডের কাছে। মেক্সিকােকে হারানোর সুবাদে কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ পেয়েছে। সিংগাপুরে অনুষ্ঠিত এ আসরে বাংলাদেশ আজ লড়বে ওমানের বিপক্ষে। জিতলে সেমিফাইনাল। হারলে পরবর্তীতে স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে জিমিদের। গত ওয়ার্ল্ড হকি লিগে ও ঢাকায় অনুষ্ঠিত বাছাই পর্ব লড়াইগুলোতে ওমানকে সহজেই হারিয়েছিল বাংলাদেশ। অন্যদিকে আবার ইনচেন এশিয়ান গেমসে দাঁড়াতে পারেনি। সুতরাং আজকের ম্যাচ কৃষ্ণদের জন্য বাঁচামরার লড়াই বলা যায়। সিঙ্গাপুর থেকে টেলিফোনে দলীয় ম্যানেজার কামরুল ইসলাম কিসমত জানান ওমানকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। এশিয়ান গেমসে আমাদের হারিয়ে প্রমাণ করেছে দল হিসেবে তারা কতটা শক্তিশালী। গ্রুপে জাপান ও পোল্যান্ডের কাছে হারলেও মেক্সিকাের বিপক্ষে বড় ব্যবধানে জিতেছে। এই আত্দবিশ্বাস কাজে লাগিয়ে ওমানের বিপক্ষে বাংলাদেশ লড়বে।