ক্রিস্টিয়ানো রোনালদোর তৃতীয় ফিফা ব্যালন ডি'অর শিরোপা জয়ের রাতে সঙ্গ দিতে পারেননি রুশ মডেল ইরিনা। ওই ঘটনার পরই মিডিয়ায় খবর রটেছিল, রোনালদো-ইরিনা সম্পর্কে ফাটল ধরেছে। মিডিয়ার গুজন ছড়িয়ে পড়ার আগেই ক্রিস্টিয়ানো রোনালদো বিষয়টা স্পষ্ট করেছেন। ইরিনার সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছেন তিনি। বেছে নিয়েছেন নতুন বান্ধবী। স্প্যানিশ টিভি রিপোর্টার লুসি ভিয়ালনের সঙ্গে তাকে এরই মধ্যে ঘনিষ্ঠ হতে দেখা গেছে। টুইটারে দুজনের সেলফিও পোস্ট করেছেন ভিয়ালন। ইরিনার সঙ্গে সম্পর্ক শেষ করার পর রোনালদো বলছেন, আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় কেটেছে ইরিনার সঙ্গে।