প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াপ্রেমিক। ক্রিকেট খেলা দেখতে, ক্রিকেটারদের উৎসাহ দিতে শত ব্যস্ততার মাঝে উপস্থিত হন খেলার মাঠে। গতকাল প্রধানমন্ত্রী বিশ্বকাপ খেলতে যাওয়া ক্রিকেটারদের উৎসাহ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন গণভবনে। সেখানে মাশরাফি বিন মর্তুজাদের উৎসাহ দেন এবং প্রতিটি ম্যাচে লড়াকু মেজাজে খেলতে বলেন।
কাল ঘরের মাঠে শেষ অনুশীলন করে টাইগাররা। অনুশীলন শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় ক্রিকেটাররা সবাই উপস্থিত হন গণভবনে। বিশ্বকাপগামী স্কোয়াডের সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, পরিচালক নাইমুর রহমান দুর্জয়, ডা. ইসমাইল হায়দার মল্লিকসহ সব পরিচালক। দেড় ঘণ্টার অনুষ্ঠানে ক্রিকেটারদের সঙ্গে নৈশভোজ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপের একটি জার্সি উপহার দেন টাইগার অধিনায়ক মাশরাফি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ক্রিকেটারদের আত্মবিশ্বাস নিয়ে খেলতে বলেন।
১৯৯৯ সাল থেকে নিয়মিত বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। এবার নিয়ে টানা পঞ্চমবার বিশ্বকাপ খেলবে টাইগাররা। প্রতিটি বিশ্বকাপ নিয়ে উন্মাদনায় মেতে থাকে দেশের ক্রিকেটামোদীরা। এবারের উন্মাদনার মাত্রা আগের চেয়ে কম নয়, বরং বেশি। এমন উন্মাদনা কাল বোঝা গেল মাশরাফিদের অনুশীলন শেষে। ক্রিকেটারদের সঙ্গে একই ফ্রেমে নিজেদের বেঁধে রাখতে হুড়োহুড়ি পড়ে যায় মাঠে উপস্থিতজনদের মধ্যে। ক্রিকেটাররাও তাদের খালি হাতে ফেরাননি। হাসিমুখে ছবি তুলেছেন। দোয়া চেয়েছেন, যেন দেশের মুখ উজ্জ্বল করতে পারেন। কাল মাশরাফিরা শেষ দিনের অনুশীলন করেন ফ্লাডলাইটের আলোয়। চার ওভারের ম্যাচ খেলে নিজেদের ঝালাই করে নেন। অনুশীলনে ১৫ সদস্যের স্কোয়াডের মধ্যে একমাত্র অনুপস্থিত ক্রিকেটার সাকিব আল হাসান। বিগ ব্যাশ টুর্নামেন্ট খেলতে সাকিব চলে যান অস্ট্রেলিয়ায়। সেখানে তিনি মেলবোর্ন রেনেগেডসের পক্ষে অংশ নেন টি-২০ টুর্নামেন্টে। এ ছাড়া দিন চারেক আগে অংশ নেন তামিম ইকবাল। বাঁ হাঁটুর মিনিসকাসের অস্ত্রোপচার শেষে রিহ্যাব করেন মেলবোর্নে। তা শেষে অনুশীলন ক্যাম্পে যোগ দেন বাঁ হাতি ওপেনার। অবশ্য অনুশীলনে ব্যাটিংয়ের সময় কব্জিতে ব্যথা পেয়েছিলেন বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম। তা তেমন গুরুতর ছিল না। বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। গ্রুপের অন্য দলগুলো দুই স্বাগতিক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান, স্কটল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। প্রথম ম্যাচ ১৮ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ আফগানিস্তান। ২১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া, ২৬ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা, ৫ মার্চ স্কটল্যান্ড, ৯ মার্চ ইংল্যান্ড ও ১৩ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ। বিশ্বকাপ মিশনে নামার আগে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবেন মাশরাফিরা। ৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও ১২ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে। ব্রিসবেনে যে দুই সপ্তাহের ক্যাম্প করবেন মাশরাফিরা, তখনো দুটি প্রস্তুতিমূলক ম্যাচের প্রতিপক্ষ ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ।
শিরোনাম
- টঙ্গীতে বজ্রপাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
- সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফল করতে হেফাজতের গণমিছিল
- নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা চরম ধৃষ্টতাপূর্ণ : মামুনুল হক
- অধিকার আদায়ে প্রবাসীদের সচেতনতা জরুরি : ফয়েজ তৈয়্যব
- শ্রমিকদের ন্যায্য আদায়ের লড়াইয়ে পাশে আছে বিএনপি : আমীর খসরু
- টেসলার সিইও হিসেবে ইলন মাস্ককে পরিবর্তনের খবর মিথ্যা
- আমরা ১৭ বছর গাছের গোড়ায় পানি ঢেলেছি, এখন ফল খাচ্ছেন আপনারা : মির্জা আব্বাস
- মেসেঞ্জারে ভুল মেসেজ পাঠিয়ে ফেলেছেন? মাত্র ১৫ মিনিটে বাঁচার উপায়!
- আবারও ব্যাট-বল নিয়ে মাঠে নামছেন শোবিজ তারকারা
- চ্যাটজিপিটির পরামর্শে মামলায় জিতলেন তরুণ
- গ্রিনকার্ড থাকলেই নিশ্চিন্ত নন, যুক্তরাষ্ট্রে শুরু নতুন নজরদারি
- পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রামে ভারতীয়দের প্রবেশ নিষেধ!
- আমরা শ্রমিকবান্ধব একটি সরকার চাই : মাসুদ সাঈদী
- রাবনাবাদ নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
- দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১১৩৭
- মৃত্যুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ!
- “রাত না কাটালে বাদ!” অঞ্জনার বিস্ফোরক স্বীকারোক্তি
- উত্তেজনা বাড়িয়ে ভারত সীমান্তে পাকিস্তানের পূর্ণমাত্রার সামরিক মহড়া
- ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রী আহত
- করিডর দেয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে : তারেক রহমান
‘জেতার জন্য খেলতে হবে’
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর