প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াপ্রেমিক। ক্রিকেট খেলা দেখতে, ক্রিকেটারদের উৎসাহ দিতে শত ব্যস্ততার মাঝে উপস্থিত হন খেলার মাঠে। গতকাল প্রধানমন্ত্রী বিশ্বকাপ খেলতে যাওয়া ক্রিকেটারদের উৎসাহ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন গণভবনে। সেখানে মাশরাফি বিন মর্তুজাদের উৎসাহ দেন এবং প্রতিটি ম্যাচে লড়াকু মেজাজে খেলতে বলেন।
কাল ঘরের মাঠে শেষ অনুশীলন করে টাইগাররা। অনুশীলন শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় ক্রিকেটাররা সবাই উপস্থিত হন গণভবনে। বিশ্বকাপগামী স্কোয়াডের সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, পরিচালক নাইমুর রহমান দুর্জয়, ডা. ইসমাইল হায়দার মল্লিকসহ সব পরিচালক। দেড় ঘণ্টার অনুষ্ঠানে ক্রিকেটারদের সঙ্গে নৈশভোজ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপের একটি জার্সি উপহার দেন টাইগার অধিনায়ক মাশরাফি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ক্রিকেটারদের আত্মবিশ্বাস নিয়ে খেলতে বলেন।
১৯৯৯ সাল থেকে নিয়মিত বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। এবার নিয়ে টানা পঞ্চমবার বিশ্বকাপ খেলবে টাইগাররা। প্রতিটি বিশ্বকাপ নিয়ে উন্মাদনায় মেতে থাকে দেশের ক্রিকেটামোদীরা। এবারের উন্মাদনার মাত্রা আগের চেয়ে কম নয়, বরং বেশি। এমন উন্মাদনা কাল বোঝা গেল মাশরাফিদের অনুশীলন শেষে। ক্রিকেটারদের সঙ্গে একই ফ্রেমে নিজেদের বেঁধে রাখতে হুড়োহুড়ি পড়ে যায় মাঠে উপস্থিতজনদের মধ্যে। ক্রিকেটাররাও তাদের খালি হাতে ফেরাননি। হাসিমুখে ছবি তুলেছেন। দোয়া চেয়েছেন, যেন দেশের মুখ উজ্জ্বল করতে পারেন। কাল মাশরাফিরা শেষ দিনের অনুশীলন করেন ফ্লাডলাইটের আলোয়। চার ওভারের ম্যাচ খেলে নিজেদের ঝালাই করে নেন। অনুশীলনে ১৫ সদস্যের স্কোয়াডের মধ্যে একমাত্র অনুপস্থিত ক্রিকেটার সাকিব আল হাসান। বিগ ব্যাশ টুর্নামেন্ট খেলতে সাকিব চলে যান অস্ট্রেলিয়ায়। সেখানে তিনি মেলবোর্ন রেনেগেডসের পক্ষে অংশ নেন টি-২০ টুর্নামেন্টে। এ ছাড়া দিন চারেক আগে অংশ নেন তামিম ইকবাল। বাঁ হাঁটুর মিনিসকাসের অস্ত্রোপচার শেষে রিহ্যাব করেন মেলবোর্নে। তা শেষে অনুশীলন ক্যাম্পে যোগ দেন বাঁ হাতি ওপেনার। অবশ্য অনুশীলনে ব্যাটিংয়ের সময় কব্জিতে ব্যথা পেয়েছিলেন বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম। তা তেমন গুরুতর ছিল না। বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। গ্রুপের অন্য দলগুলো দুই স্বাগতিক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান, স্কটল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। প্রথম ম্যাচ ১৮ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ আফগানিস্তান। ২১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া, ২৬ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা, ৫ মার্চ স্কটল্যান্ড, ৯ মার্চ ইংল্যান্ড ও ১৩ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ। বিশ্বকাপ মিশনে নামার আগে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবেন মাশরাফিরা। ৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও ১২ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে। ব্রিসবেনে যে দুই সপ্তাহের ক্যাম্প করবেন মাশরাফিরা, তখনো দুটি প্রস্তুতিমূলক ম্যাচের প্রতিপক্ষ ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ।
শিরোনাম
- ২৪ ঘণ্টায় সারা দেশে গ্রেফতার ১৩৫৩ জন
- এনবিআরের আরেক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- বন্যায় নিরাপত্তাহীনতায় নারীরা, স্বাস্থ্যঝুঁকি ও মৌলিক চাহিদায় প্রভাব
- সিংড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের মৃত্যু
- ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা কারো নেই : রাকিবুল
- জুলাই গণঅভ্যুত্থানে সব অপরাধের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা : চিফ প্রসিকিউটর
- চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
- ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে যোগ দিলেন জুলিয়ান অ্যাসাঞ্জ
- নাটোর চিনিকলে কোটি টাকার মালামাল লুট, পুলিশ হেফাজতে ৮
- ১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো
- গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান ইসরায়েলি বিরোধী নেতার
- ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার পর থানায় ভাসুরের আত্মসমর্পণ
- নেই পাকা সড়ক, পথচলায় কাঁদাই জীবনসঙ্গী
- বালিয়াকান্দিতে সাব-রেজিস্ট্রার অফিসের ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
- যুক্তরাষ্ট্রে মন্দিরে যাওয়ার পথে নিহত একই পরিবারের ৪ ভারতীয়
- টঙ্গীতে বাসায় বিস্ফোরণ: দগ্ধ চার মাসের শিশুর মৃত্যু, বাবা-মা হাসপাতালে
- মানিকগঞ্জে অবহেলিত সড়ক, দুর্ভোগে ২২ গ্রামের মানুষ
- রাশিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্প
- সিডনিতে “সূর্য দীঘল বাড়ি” নিয়ে ব্যতিক্রমধর্মী ‘বিগেস্ট মর্নিং টি’ আয়োজন
- ‘সিতারে জামিন পার’ দেখতে গিয়ে যে বৈষম্যের শিকার আইফোন ব্যবহারকারীরা
‘জেতার জন্য খেলতে হবে’
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর