দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে চলা সিরিজের তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে প্রোটিয়াদের অগ্নি ঝরানো বোলিংয়ে ক্যারিবীয়রা ৩৩.৪ ওভারে মাত্র ১২২ রান তুলতেই অলআউট হয়েছে।
বুধবারের খেলায় সর্বোচ্চ ২৬ রান করেছে মারলন স্যামুয়েলস। ১৮ রান করে করেন জনাথন কার্টার আর সুলেমান বেন। ৭.৪ ওভার বল করে ২৮ রান দিয়ে ৪ উইকেট নেন ইমরান তাহির। ৩ উইকেট নেন ফিল্যান্ডার আর ২ উইকেট নেন স্টেইন।
জবাবে ব্যাট করতে নেমে রিলে রুশোর উইকেটই হারাতে হয়েছে শুধু স্বাগতিকদের। দলীয় ২৭ রানে ব্যাক্তিগত ৭ রান করে ফিরে যান রুশো। বাকি কাজটুকু সেরে নেন হাশিম আমলা আর ফ্যাফ ডু প্লেসিস। ৬১ রান করেন আমলা, ৫১ রান করেন প্লেসিস।
মাত্র ২৪.৪ ওভার ব্যাট করেই ৯ উইকেটের বিশাল জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। সে সঙ্গে ৫ ম্যাচের সিরিজে ৩-০ তে জয় নিশ্চিত করে ফেলল স্বাগতিকরা।