কিছু দিন আগে ক্রিকেটের তিন ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডার হয়ে ইতিহাস গড়েছিলেন সাকিব আল হাসান। তবে টেস্ট ও টি-টোয়েন্টিতে শীর্ষস্থান ধরে রাখতে পারলেও শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জোলো ম্যাথুসের কাছে ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থান হারিয়েছেন সাকিব। তবে দুইয়ে নয় তিনে নেমে গেছেন দেশসেরা এ ক্রিকেটার। দুই নম্বরে উঠে এসেছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অলরাউন্ডার তিলকারত্নে দিলশান।
রেটিং পয়েন্টে খুব বেশি ব্যবধান নেই এ তিনজনের মধ্যে। ৪০৭ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন অ্যাঞ্জোলো ম্যাথুস। আর ৪০৪ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন দিলশান। ৪০৩ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব আল হাসান রয়েছেন তৃতীয় স্থানে। তাই শ্রীঘ্রই আবারও শীর্ষস্থান ফিরে পেতে পারেন সাকিব।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৫/মাহবুব