রাজনৈতিক পরিস্থিতি অস্থির। দিন দিন সেটা আরও জটিল হচ্ছে। এমনটি জেনেও বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রস্তুতিও নিচ্ছে বাফুফে। টুর্নামেন্ট যাতে সফলভাবে ঢাকা ও সিলেটে অনুষ্ঠিত হতে পারে, সে জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থাও করছে। সব মিলিয়ে প্রস্তুত বাফুফে। সব ঠিক থাকলে ২৯ জানুয়ারি বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়া অংশ নিচ্ছে মালয়েশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও বাহরাইন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে জাতীয় দল খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার। বাকিদের অনূধর্্ব-২৩। কাল মালয়েশিয়া ও থাইল্যান্ড তাদের খেলোয়াড় ও কর্মকর্তাদের তালিকা পাঠিয়েছে। মালয়েশিয়ার প্রথম ম্যাচ ৩১ জানুয়ারি, প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের প্রথম ম্যাচ ৩০ জানুয়ারি, প্রতিপক্ষ সিঙ্গাপুর। ভোররাতে কোচ লোডোভিক ক্রুইফের ঢাকায় পা রাখার কথা।
মালয়েশিয়া : মোহাম্মদ রামদান, আমিরুল ইকমাল, মোহাম্মদ আশমাউই, মোহাম্মদ আশরি, মোহাম্মদ সিয়াজাওন, শাহরুল ইগওয়ান, আন্নাস, মুহাম্মাদ আরিফ ফারহান, মোহাম্মদ রিদজুয়ান, আদাম নুর, মোহাম্মদ সিওয়াল, সিয়ারুল আজওয়ারী, মোহম্মদ ইলহাম আমিরুল্লাহ, মোহাম্মদ ফারিজ শাহ, মুহাম্মদ আখির, মোহাম্মদ সিয়াফওযান, আঝরুল নিজাম, নাঝিরুল, কুমাহরান, মোহাম্মদ আমিরুল হিশাম, মো. ফারহান, ওয়ার আহমেদ আমিরুল জাফরান ও মুহাম্মদ ফাইজাত।
থাইল্যান্ড : ওয়াচারা বুয়াথং, সমপ্রণ ভস, আনুসিত তার্মি, তানাকন সাইপানিয়া, সোরাউইচ লোগারউইত, নিতিপং সেলানন, আত্তওয়াইত সুকচুয়াই, চাওয়াত ভিরাচাত, কিতফম ভিরাচার্ট, শিনফাত লিও, নারাকর্ন কানা, চেনরপ সাম্পোদি, জাতুরং পিমকুন, পাবোরন পারপাক, কিতিকাই চুনাতারাকসা, শান্তিপার্প চানগম, সুফান থংসং, আদিসাক ক্লিনকসুম, আদিসাক সেমসোমেইদ, নারুতচাই নিমবুম, চাওয়াত শ্রিনাওয়ং, সুরিয়া সিংমুই ও আকরাচি সামাতকার্দেন।