আজ পার্থে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ আফগানিস্তান। ফলাফল আগেই বলে দেওয়া যায়! তারপরেও খেলাটা অনিশ্চয়তার ক্রিকেট বলেই ভবিষ্যদ্বাণী পাত্তা পাচ্ছে না! কখন কি হয় বলা তো যায় না। তাছাড়া এবার স্বাগতিক অস্ট্রেলিয়ার সঙ্গী আবার দুর্ভাগ্য কিনা! তাছাড়া বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে কেনই বা পয়েন্ট হারাতে হবে। কিংবা নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারটাও প্রত্যাশিত নয়। তাই তো তিন ম্যাচ শেষে স্বাগতিকদের ঝুলিতে মাত্র তিন পয়েন্ট। তালিকার চার নম্বরে অস্ট্রেলিয়া। তাই আফগানিস্তানকেও গুরুত্ব দিচ্ছে অসিরা।
এই ম্যাচে বড় জয় দিয়েই ঘুড়ে দাঁড়াতে চায় অস্ট্রেলিয়া। আজকের ম্যাচে বড় জয় পেলে আবারও দুইয়ে উঠতে পারে স্বাগতিকরা। তবে ইতিমধ্যেই একটা দুঃসংবাদ পেয়েছে অস্ট্রেলিয়া। বোলার প্যাট কামিন্স পিঠের ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারবেন না। ফর্মের তুঙ্গে থাকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথও অনুশীলনের সময় হাতে আঘাত পেয়েছেন।