স্পোর্টপার্ক ওয়েস্টব্লিটে ২০১২ সালের ২৪ জুলাই টি-২০ ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৩৪ রানের পরাজয় স্বীকার করেছিল বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে স্কটিশদের জয়ের এই সুখস্মৃতি থাকলেও বিশ্বকাপে মাশরাফিদের কঠিন প্রতিপক্ষ মানছেন প্রিস্টন মোমসেন। টি-২০ ক্রিকেটে দুই দলের একমাত্র সাক্ষাতে স্কটল্যান্ড জিতলেও একদিনের ম্যাচে প্রতিবারই জিতেছে বাংলাদেশ। আগামীকাল ভোরে নেলসনের সাঙ্টন ওভালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-স্কটল্যান্ড। এ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কটিশ অধিনায়ক বললেন বাংলাদেশের শক্তিমত্তার কথা। জানালেন নিজেদের লক্ষ্যও।
'বাংলাদেশ এক কঠিন প্রতিপক্ষ। তাদের সেরা কয়েকজন ক্রিকেটার রয়েছে। যারা যে কোনো ম্যাচেই জয় ছিনিয়ে আনতে পারে। আমাদের জন্য ম্যাচটা সহজ হবে না।' বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানলেও নিজেদের শক্তিকেও একেবারে কম মনে করছেন না স্কটিশ অধিনায়ক মোমসেন। 'আমাদেরও কয়েকজন পারফরমার আছে। বিশেষ করে ম্যাট মাচান, রিচি বেরিংটন নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ খেলেছে। ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলেছেন কাইল কোয়েতজার। এছাড়াও আমাদের কয়েকজন দ্রুত গতির বোলার আছে। মজিদ হক দারুণ একজন স্পিনার।' কেবল নিজের দলের স্পিনারদের প্রশংসা করেই থামলেন না মোমসেন। সাকিব আল হাসানের স্পিন বোলিংকে ভয়ঙ্কর মনে করেন তিনি। তাছাড়া নেলসনের আবহাওয়ায় বোলাররা বাড়তি সুইং পাবেন বলেও মনে করেন। এ কারণে বাংলাদেশের স্পিনাররা আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। মোমসেন অবশ্য উইকেটের কন্ডিশনকে নিজেদের পক্ষে ধরে নিয়েছেন। তার মতে, এখানকার আবহাওয়ায় বাংলাদেশের চেয়ে বেশি অভ্যস্ত তারা। সবকিছুর পরও বাংলাদেশ যে এক কঠিন প্রতিপক্ষ, তা স্বীকার করেছেন মোমসেন। তাছাড়া বিশ্বকাপের মহামঞ্চে স্কটিশদের ২২ রানে হারানোর (১৯৯৯ বিশ্বকাপে) গৌরবজন স্মৃতি রয়েছে মাশরাফিদের।