উৎসাহ
বিশ্বকাপে ছেলেকে উৎসাহ দিতে মাশরাফি ও মুশফিকের বাবা নিউজিল্যান্ডে ছুটে গেছেন। তারা শুধু স্কটল্যান্ডের বিপক্ষে নয় বাংলাদেশের বাকি ম্যাচগুলোও দেখবেন। মুশফিক, মাহমুদ উল্লাহ রিয়াদ ও সাকিবের স্ত্রীও বিশ্বকাপে খেলা দেখতে গেছেন। বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে গেলে অন্য ক্রিকেটারের আত্মীয়স্বজনও বিশ্বকাপ দেখতে যাবেন বলে জানা গেছে।
বাংলাদেশের সমর্থক
নিউজিল্যান্ডের নেলসনে আগামীকাল ভোরে বাংলাদেশ মুখোমুখি হবে স্কটল্যান্ডের বিপক্ষে। নেলসনে প্রবাসী বাঙালির সংখ্যা কমই বলা যায়। তাতে কি, নেলসনে যেখানে গেছি সেখানেই শুনছি ম্যাচে তারা বাংলাদেশকে সমর্থন দেবেন। এ ব্যাপারে ৭৫ বছর বয়স্ক স্মিথ নামে এক রেস্টুরেন্টের মালিক জানালেন, বাংলাদেশের মানুষরা খুবই ভালো। বেঁচে থাকতে অনেক সংগ্রামী জীবনযাপন করছে। তাই আমরা মনেপ্রাণে চাচ্ছি স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ জিতুক।