ভারতের একটি টেলিভিশন চ্যানেলে পাকিস্তানের ক্রিকেট দল আর ক্রিকেট কর্মকর্তাদের নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করার পর তোপের মুখে পড়েছেন সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে পরিচিত এই ফাস্ট বোলার ভারতীয় স্পিনার হরভজন সিংয়ের সঙ্গে সম্প্রতি ‘কমেডি নাইটস উইথ কপিল’ নামে ভারতের একটি জনপ্রিয় কমেডি শোতে এসেছিলেন।
সেখানে তিনি বিশ্বকাপে পাকিস্তান দলের কামরান ও উমর আকমলের ফিল্ডিং নিয়ে ঠাট্টাতামাশা করেন। পাকিস্তানের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার ঠিকমতো ইংরেজি বলতে পারেন না বলেও রসিকতা করেন শোয়েব। এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক কর্মকর্তা ও সাবেক ক্রিকেটার ইজাজ বাটও তার রসিকতার হাত থেকে ছাড় পাননি। ভারতে কমেডি শোর ওই এপিসোডটি দর্শকরা দারুণভাবে নিলেও পাকিস্তানে কিন্তু এর প্রতিক্রিয়া মোটেও ভালো হয়নি।
টিভি শোতে শোয়েবের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে দেশজুড়ে ব্যাপক সমালোচনা হচ্ছে তাকে নিয়ে। সাবেক পাকিস্তানি তারকা সরফরাজ নওয়াজ প্রশ্ন তুলেছেন, ‘আমি জানি না শোয়েব একটি ভারতীয় চ্যানেলে কীভাবে এই সব মন্তব্য করল? আমি তো ওকে একজন দেশপ্রেমী পাকিস্তানি বলেই জানতাম!’
পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তাও সংবাদ সংস্থা পিটিআইয়ের কাছে শোয়েব আখতারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমাদের সাবেক ক্রিকেটাররা যদি বিদেশের মাটিতে গিয়ে এই ধরনের মন্তব্য করেন তাহলে তা খুবই দুর্ভাগ্যজনক বলতে হবে।’
তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান ইজাজ বাট জানান, তিনি ওই শো দেখেননি এবং তার নামে শোয়েব আখতার কী বলল তাতে তার কিছু এসে যায় না!
পাকিস্তান ক্রিকেটের বর্ণময় চরিত্র শোয়েব আখতার অবশ্য বরাবরই নানা বিতর্কিত মন্তব্য করার জন্য বিখ্যাত। গত মাসে বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান ভারতের কাছে হারায় শোয়েব পাকিস্তানি অধিনায়ক মিসবা উল হককে ‘ভীরু’ আর ‘স্বার্থপর’ বলে বর্ণনা করেছিলেন। খবর বিবিসির
বিডি-প্রতিদিন/ ৪ মার্চ ২০১৫/শরীফ