একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৮ হাজার রান ও ৪০০ উইকেট লাভকারী একমাত্র অলরাউন্ডার হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি। আর মাত্র ৫টি উইকেট পেলেই এ রেকর্ড গড়বেন তিনি। আজকেই নিউজিল্যান্ডের নেপিয়ারে বিশ্বকাপে 'বি' গ্রুপের এক ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একদিনের ক্রিকেটে ৮ হাজার রান পূর্ণ করেন আফ্রিদি। আজকের ম্যাচে নিজের ১০ ওভারে ৩৫ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন তিনি। সেইসঙ্গে ৭ বলে ২টি ছক্কা ও ১টি চারের সাহায্যে ২১ রান করে অপরাজিত ছিলেন। খবর দ্য ডনের
একদিনের ক্রিকেটে ৮ হাজার রানকারী হিসেবে চতুর্থ পাকিস্তানী হচ্ছেন ৩৫ বছর বয়সী আফ্রিদি। এর আগে ইনজামাম-উল হক, মোহাম্মদ ইউসুফ ও সাঈদ আনোয়ারই এ কৃতিত্ব দেখিয়েছেন। আর ক্রিকেট বিশ্বে ২৭তম খেলোয়াড় হিসেবে ৮ হাজার রানের ক্লাবে যোগ দিলেন তিনি।
বিডি-প্রতিদিন/ ৪ মার্চ ২০১৫/শরীফ