রেফারি তৈয়বের পক্ষপাতিত্ব বাঁশি বাজানো নিয়ে এখনো বিতর্কের ঝড় বইছে। রবিবার ফেডারেশন কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে শেখ জামাল। ম্যাচ জিতলেও রেফারি তৈয়ব শেখ জামালের পক্ষে বাঁশি বাজান। বিশেষ করে ৫ মিনিটে শেখ জামালের গোলরক্ষক সোহেল ডি-বক্সে বাইরে এসে হাত দিয়ে বল ধরলেও তিনি লাল কার্ড দেখাননি। অথচ ফুটবল আইনে আছে গোলরক্ষক ডি-বক্সে বাইরে বল ধরলেই তাকে লালকার্ড দেখিয়ে বহিষ্কার করা। ক্রীড়াঙ্গনে এ নিয়ে বিতর্ক উঠাতে গতকাল বাফুফে সভা করে। সেখানেই ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ রেফারিদের পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য রেফারিদের সতর্ক থাকার পরামর্শ দেন।