স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়েছেন বাংলাদেশের এনামুল হক বিজয়। মাহমুদউল্লাহ রিয়াদের করা ৩১তম ওভারের শেষ বলে লং লেগে ফিল্ডিং করতে গিয়ে ডান কাঁধে ব্যথা পান তিনি। বাউন্ডারি বাঁচালেও বল থ্রো করতে পারেননি বিজয়।
পরে তাকে মাঠ থেকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। টিম ম্যানেজম্যান্ট এখনো আনুষ্ঠানিক কিছু জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই ম্যাচে এনামুল হক বিজয় ব্যাট করতে পারবেন না।
বিডি-প্রতিদিন/ ০৫ মার্চ, ২০১৫/ রশিদা