কাঁধের ইনজুরির কারণে চলতি বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশ দলের ওপেনার এনামুল হক বিজয়। আর তার বদলি হিসেবে মাশরাফিদের সাথে যোগ দিতে আজ বৃহস্পতিবার রাত ৯টায় অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বা-হাতি ওপেনার ইমরুল কায়েস।
বৃহস্পতিবার নিউজিল্যান্ডের নেলসন স্টেডিয়ামে মাহমুদুল্লাহ রিয়াদের করা দলীয় ৩১তম ওভারের শেষ বলে স্কটিশ অধিনায়ক প্রিস্টন মোমসেনের এক চারের মার ঠেকাতে গিয়ে ঝাঁপিয়ে পড়েন বিজয়। এতে চার বাঁচানো গেলেও ভারসাম্য রক্ষা করতে না পারায় মাটিতে আঁচড়ে পড়ে ডান কাঁধে আঘাত পান এই ওপেনার। এরপর ফিজিও এবং সতীর্থদের কাঁধে চড়ে মাঠের বাইরে চলে যেতে বাধ্য হন বিজয়।
বিডি-প্রতিদিন/০৫ মার্চ, ২০১৫/রশিদা/মাহবুব