'তিন মোড়ল' তথা বিগ-থ্রি নিয়ে এখনো সমালোচনা হয়, হচ্ছে। ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের এককাধিপত্য মানতে রাজি নয় আইসিসির অন্য সদস্য ও সহযোগী দেশগুলো। তারপরেও নীরবে সব কিছু সহ্য করতে হয় তাদের। মজার ঘটনা হচ্ছে, তিন মোড়লের মধ্যে সম্পর্কটা এখন ভালো যাচ্ছে না। আইসিসির আয়ের ৭০ ভাগ আয়ের জোগানদাতা হিসেবে ভারত বেশি সুবিধা নিতে চায়। কিন্তু তা মানতে পারছে না ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। বিশ্বকাপে দেখা যায়, অসি সমর্থকদের মধ্যে ভারতবিরোধী একটা মনোভাব। কোয়ার্টার ফাইনালে ভারতের বিরুদ্ধে ম্যাচে অসি দর্শকরা সমর্থন দিয়েছিল বাংলাদেশকে। তবে মজার তথ্য দিয়েছেন, আইসিসির চেয়ারম্যান শ্রীনিবাসন। প্রত্যাখ্যাত বিসিসিআইয়ের সভাপতি ফাইনালের দিন, মেলবোর্ন ক্রিকেট মাঠের প্রেসবক্সে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে বলেছেন, 'কিসের বিগ-থ্রি, ক্রিকেটে থাকবে শুধু বিগ-ওয়ান।'