কোপা আমেরিকা শুরু হতে আর বেশিদিন নেই। চিলিতে অনুষ্ঠেয় এ আসরকে ঘিরে ফেবারিটরা প্রস্তুতি নিতে শুরু করেছে এরই মধ্যে। কে জিতবে এবার? ব্রাজিল, আর্জেন্টিনা নাকি উরুগুয়ে? গতবার ব্রাজিল এবং আর্জেন্টিনা বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল খেলেই। এবারেও কি তাই হতে যাচ্ছে! নাকি মেসির আর্জেন্টিনা আর নেইমারের ব্রাজিল নতুন করে চমক দিবে ভক্তদের! কোপা আমেরিকায় ভক্তদের বিস্ময়মাখা এ প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল আর্জেন্টিনাসহ ল্যাটিন আমেরিকার দেশগুলো। গতকাল প্রস্তুতি ম্যাচে লিওনেল মেসিকে ছাড়া আবারও জিতল আর্জেন্টিনা। ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়েছে আলবেসিলেস্তরা। দলের পক্ষে গোল করেছেন সার্জিও আগুয়েরো এবং হাভিয়ের পাস্তোর। ইকুয়েডরের বোলানস এক গোল করলেও নিউজার্সির ইস্ট রাদারফোর্ডে আর্জেন্টিনার সঙ্গে পারেনি। এদিকে গতকাল প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল প্যারাগুয়েও। তারা মেক্সিকাের কাছে ১-০ গোলে পরাজয় স্বীকার করেছে। তবে ভেনেজুয়েলা ১-০ গোলে হারিয়েছে পেরুকে। চিলিতে জুনে শুরু হবে কোপা আমেরিকা। এবারের আসরে ফেবারিট আর্জেন্টিনাকে কঠিন গ্রুপেই খেলতে হবে। বি গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে আছে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ে, প্যারাগুয়ে এবং জ্যামাইকা। স্বাগতিক চিলি এবার এ গ্রুপে খেলবে মেক্সিকাে, ইকুয়েডর ও বলিভিয়ার সঙ্গে। ব্রাজিল সি গ্রুপে মুখোমুখি হবে কলম্বিয়া, পেরু এবং ভেনেজুয়েলার।