২০১০ বিশ্বকাপের ফাইনালটা ডাচদের জন্য ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন বলেই মনে হতে পারে। এরপর আরও দুইবার স্প্যানিয়ার্ডদের মুখোমুখি হয়েছে ডাচরা। দুইবারই বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে। ব্রাজিল বিশ্বকাপে নেদারল্যান্ডস ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল স্পেনকে। সেই ধারা ধরে রাখল মঙ্গলবারও। ডাচদের কাছে ২-০ গোলের পরাজয় স্বীকার করেছে স্প্যানিশরা। ব্রিজ এবং ক্লাসেনের গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে নেদারল্যান্ডস।
এদিকে মঙ্গলবার প্রীতিম্যাচে হেরে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। আফ্রিকান দল কেপ ভার্দের কাছে ২-০ গোলে হেরেছে পর্তুগিজরা। তবে জয় পেয়েছে ইব্রাহিমোভিচের সুইডেন। এশিয়ান ফুটবলের অন্যতম সেরা দল ইরানকে ৩-১ গোলে হরিয়েছে সুইডেন। দলের পক্ষে একটি গোল করেছেন ইব্রাহিমোভিচ।
অন্যদিকে ইংল্যান্ড-ইতালি ১-১ গোলে ড্র করেছে তুরিনোর জুভেন্টাস স্টেডিয়ামে। ইতালির পক্ষে পিল্লে এবং ইংল্যান্ডের পক্ষে টাউনস্যান্ড গোল করেছেন। উয়েফা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ ২০১৬'র বাছাই পর্বে ইসরাইলকে ১-০ গোলে হারিয়ে বি গ্রুপে শীর্ষ স্থানে উঠে এসেছে ব্রাজিল বিশ্বকাপের অন্যতম দল বেলজিয়াম। দলের পক্ষে একমাত্র গোলটা করেছেন ফেল্লিনি। বি গ্রুপে বেলজিয়াম এবং ওয়েলস দু দলই ১১ পয়েন্ট করে সংগ্রহ করেছে। ১৯৭৪ ও ২০১০ বিশ্বকাপে ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি নেদারল্যান্ড। জার্মানি ও স্পেনের কাছে হেরে যায় তারা।