বিশ্বকাপের জ্বর কাটতে না কাটতে শুরু হতে যাচ্ছে আইপিএলের অষ্টম আসর। এই আসরের বল মাঠে গড়াবে ৮ এপ্রিল। তবে এরআগে ৭ এপ্রিল আয়োজন করা হবে এই আসরের জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান। আজ থেকে দু’বছর আগের দোসরা এপ্রিলের সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গন মাতিয়ে গিয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী পিটবুল। সঙ্গে ছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফ। আর বলার অপেক্ষা রাখে না অবশ্যই ছিলেন কলকাতা নাইট রাইডার্সের মালিক ও বিনোদনের শেষ কথা শাহরুখ খান।
দুই বছর পর আবারও সেই এপ্রিলে আয়োজন করা হচ্ছে আইপিএলের উদ্বোধন। এ উপলক্ষে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে গ্ল্যামারস এই অনুষ্ঠান। এমনটাই জানিয়ে দিলেন বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর। আগেই জানা গিয়েছিল যে বিরাট কোহলির সামনেই তার গার্লফ্রেন্ড বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা পারফর্ম করবেন এবার। তবে বিসিসিআই জানিয়েছে যুবভারতীতে বলিউডের রথী-মহারথীরা চাঁদের হাট বসাতে চলেছেন।
এদিকে, বুধবার বিকেল থেকেই অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। নূন্যতম ২০০ টাকায় পাওয়া যাবে টিকিট। ব্ক্স অফিস টিকিট বিক্রিও শুরু হবে শীঘ্রই।
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল, ২০১৫/মাহবুব