আগামী ৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসর। এ আসরে অংশ নিতে আজ বৃহস্পতিবার বিকেলে দেশ ছাড়বেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব অাল হাসান।
এদিকে, আইপিএর-৮ আসরে সাকিবকে খুব বেশি ম্যাচে পাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। চলতি মাসে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ থাকায় তাই দু'টি ম্যাচ খেলে দেশে ফিরতে হবে সাকিবকে। আগামী ১২ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে তার।
উল্লেখ্য, আইপিএলে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলবে ৮ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। ১১ এপ্রিল পরের ম্যাচটিতে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল, ২০১৫/মাহবুব