বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৭ এপ্রিল ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দেশের মধ্যকার তিনটি ওয়ানডে, ১টি টোয়েন্টি-২০ ও ২টি টেস্ট ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ। এ উদ্দেশ্যে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আগামী ১৭ এপ্রিল সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। এরপর একই ভেন্যুতে ১৯ এপ্রিল দ্বিতীয় এবং ২২ এপ্রিল তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচই হবে দিবা-রাত্রি।
ওয়ানডে সিরিজ শেষে ২৪ এপ্রিল দু'দলের মধ্যকার একমাত্র টোয়েন্টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে। শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬-৩০ মিনিটে।
এরপর ২৫ এপ্রিল দুই দলই খুলনায় চলে যাবে। খুলনার আবু নাসের স্টেডিয়ামে ২৮ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হবে দুই দলের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি। ওই ম্যাচ শেষে ৩ মে ঢাকায় ফিরে আসবে দুই দল। শের-ই-বাংলা স্টেডিয়ামে ৬ মে থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। আগামী ১১ মে পাকিস্তান দলের বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল, ২০১৫/নাবিল/মাহবুব