পাকিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের বোলিং অ্যাকশন পরীক্ষার জন্য আগামী ৯ এপ্রিল নির্ধারণ করেছে আইসিসি। এদিন ভারতের চেন্নাইয়ে পরীক্ষা দিতে যাবেন এই অফস্পিনার।
গত নভেম্বর মাসে আবু ধাবিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আম্পায়াররা হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। পরে অ্যাকশন পরীক্ষার পর দেখা যায়, সব ধরণের ডেলিভারি করার সময় তার কনুই নির্ধারিত ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়।
চোটের কারণে আগের পরীক্ষার তারিখ ৬ ফেব্রুয়ারি বোলিং অ্যাকশনের পরীক্ষা করাতে পারেননি হাফিজ। শুধু ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপের পাকিস্তান দলে তাকে রাখা হলেও একই চোটে দল থেকে ছিটকে পড়েন তিনি।
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল, ২০১৫/মাহবুব