শ্রীলঙ্কান সাবেক অধিনায়ক ও ওয়ানডে থেকে সদ্য অবসরে যাওয়া উইকেটরক্ষক ব্যাটসম্যানকে কুমার সাঙ্গাকারাকে সীমিত ওভারের ক্রিকেটে আরও একবছর খেলা চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী নাভিন দিশানায়াকে।
সাংবাদিক কাছে নাভিন বলেন, আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে সাঙ্গাকারাকে একটি অনুরোধ করছি, সে যেন লঙ্কানদের হয়ে আরো এক বছর ধারাবাহিকভাবে খেলে।
তিনি আরও বলেন, নিউজিল্যান্ডে থাকা অবস্থায় আমি তার সঙ্গে কথা বলেছি। বিশ্বকাপে দলের এমন পারফরম্যান্সে সে হতাশ। তবে আমি মনে করি সে তার সিদ্ধান্তের পরিবর্তন আনবে।
ওয়ানডে থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেটে নিয়মিত খেলে যাবেন সাঙ্গাকারা। ওয়ানডেতে ৪০৪ ম্যাচ খেলে শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার রান সংগ্রহ করেছেন এ ব্যাটসম্যান। বর্তমানে তার রান ১৪,২৩৪।
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল, ২০১৫/মাহবুব