পড়ন্ত বিকালে সূর্য যেমন প্রচণ্ড উত্তাপ ছড়িয়ে দিনকে বিদায় জানায় ঠিক তেমনি ক্রিকেট ক্যারিয়ারের শেষ বেলায় কুমার সাঙ্গাকারাও উত্তপ্ত করে গেলেন ২২ গজের উইকেট। তার ব্যাট থেকে বেরিয়ে আসা আগুনের ফুলকিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল বিশ্বসেরা বোলারদের মধ্যে। বিশ্বকাপের মতো মহামঞ্চে টানা চার চারটা সেঞ্চুরি করা কোনোভাবেই ঘটনাপ্রসূত হতে পারে না। অথচ সাঙ্গাকারা কী অবলীলায়ই না তাই করলেন। যেন কি এক প্রচণ্ড ক্ষোভ ঝাড়লেন ২২ গজের উইকেটে। যে ক্ষোভে পুড়ে ছাই হলো প্রতিপক্ষ। সাঙ্গাকারার এই রূপ তার ব্যাটিংয়ের এই ধার খুব কমই দেখেছে বিশ্বক্রিকেট। ফর্মের সর্বোচ্চ শিখড়ে থাকা এমন একজন ব্যাটসম্যান তার পূর্ব ঘোষিত সিদ্ধান্ত বহাল রেখে বিদায় জানালেন ক্রিকেটকে। ভক্তরা কিছুটা আশাহত হলেও এতে ক্ষতি হয়েছে লঙ্কান ক্রিকেটেরই। এ কারণেই অধিনায়ক অ্যাঞ্জেলা ম্যাথুস নতজানু হয়ে আরজি জানিয়েছিলেন, আমাদের একা ফেলে যেও না। এই দাবি তো পুরো লঙ্কান টিমেরই। এবার 'কুমার সাঙ্গাকারাকে ফেরাও' আন্দোলনে যোগ দিলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী নবীন ডিসেনানায়েকে।
৩৭ বছর বয়সী এ মন্ত্রী বলছেন, 'ক্রীড়ামন্ত্রী হিসেবে আমি কুমার সাঙ্গাকারার কাছে বিনীত আবেদন করছি দেশের হয়ে আরও অন্তত এক বছর ক্রিকেট খেলার জন্য।' সাঙ্গাকারার ক্রিকেট থেকে বিদায় নেওয়ার অন্যতম একটা কারণ ছিল, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডে অসাধু ব্যক্তিদের অবাধ বিচরণ। বিশ্বকাপ চলাকালীনই ক্রীড়ামন্ত্রীর কাছে এ বিষয়ে নালিশ করেছিলেন সাঙ্গাকারা। মন্ত্রী এরপর বোর্ডে আমূল পরিবর্তন আনার জন্য অন্তর্বর্তীকালীন কমিটি দিয়েছেন। নবীন বলেন, 'নিউজিল্যান্ডে বিশ্বকাপের সময়ই আমি সাঙ্গাকারার সঙ্গে কথা বলেছি। সে ক্রিকেট বোর্ড নিয়ে দারুণ হতাশ ছিল। এখন অনেক কিছুই বদলে গেছে। আমি মনে করি এখন সে তার সিদ্ধান্ত বদলাতে পারে।' লঙ্কান ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি সিদ্ধার্থকেও নাকি কুমার সাঙ্গাকারার সঙ্গে কথা বলার অনুরোধ করেছেন মন্ত্রী। কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়বর্ধনে ক্রিকেট ছাড়ার পর শ্রীলঙ্কায় হাল ধরার মতো সত্যিই কেউ নেই। নতুন তারকার উত্থান যেমন নেই তেমনি নেতৃত্ব দেওয়ার জন্য ম্যাথুস খুবই অনভিজ্ঞ। অধিনায়ক ম্যাথুস হলেও দলের অধিকাংশই তো চলতো সাঙ্গাকারা আর জয়বর্ধনের পরামর্শে। এই দুই তারকাকে ফিরিয়ে আনতে না পারলে শ্রীলঙ্কার ক্রিকেট হয়ত মুখ থুবড়েই পড়বে। লঙ্কানদের অনুরোধ অবশ্য সাঙ্গাকারা ফেরাতে পারবেন কি না তাই এখন দেখার বিষয়। আর যদি তিনি অনুরোধে ফিরেই আসেন, তবে ক্রিকেটভক্তরা আরও কয়েকটা ম্যাচে সাঙ্গাকারার ম্যাজিক্যাল দেখার সুযোগ পেতে পারে!