আর্জেন্টিনা দুটি প্রীতিম্যাচ খেলেছে মেসিকে ছাড়াই। ইনজুরির কারণে তাকে মাঠের বাইরে রেখেছিলেন কোচ জেরার্ডোর মার্টিনো। সেই থেকেই বার্সা ভক্তরা ভয়ে ছিল। মেসি সময়মতো মাঠে ফিরতে পারবেন তো! ভক্তদের এ ভয় দূর করে দিল বার্সেলোনা। লিওনেল মেসি আন্তর্জাতিক ম্যাচে খেলতে না পারলেও বার্সেলোনার জার্সিতে ঠিকই খেলতে নামবেন। আগামী রবিবার সেল্ট ভিগোর বিপক্ষে লা লিগায় খেলবে বার্সেলোনা। এ ম্যাচে থাকছেন মেসি। বার্সেলোনা তাদের টুইটার অ্যাকাউন্টে লিখেছে, 'দুই আর্জেন্টাইন (মেসি এবং মাসকারেনো) অনুশীলনে নিজ থেকেই তাদের দৌড়ানো এবং স্ট্রেচিং পূর্ণ করেছেন। মেসির পায়ে কোনো ব্যথা নেই। তিনি শুক্রবার (আজ) অন্যদের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিবেন।' বার্সেলোনার এ ঘোষণার পর ভক্তদের আশঙ্কা কাটতে পারে। চলতি মৌসুমে লিওনেল মেসি ২৮ ম্যাচে ৩২ গোল করে তালিকার শীর্ষে অবস্থান করছেন। রোনালদো ৩১ গোল নিয়ে আছেন দ্বিতীয় স্থানে। লা লিগায় বার্সেলোনাও পয়েন্ট তালিকার শীর্ষস্থান পুনঃদখল করেছে। কিছুদিন আগেই ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে কাতালানরা। ২৮ ম্যাচে ৬৮ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। সমান ম্যাচে রিয়াল মাদ্রিদ ৬৪ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে। লিগে আর মাত্র ১০ ম্যাচ বাকি আছে। অবশ্য বার্সেলোনাকে কঠিন পরীক্ষা দিতে হবে অ্যাটলেটিকোর বিপক্ষে ম্যাচে। মৌসুমের শেষেরদিকে এই ম্যাচ অনুষ্ঠিত হবে ভিসেন্ট ক্যালডেরনে। তবে সেভিয়া এবং ভ্যালেন্সিয়ার বিপক্ষেও বার্সেলোনাকে কঠিন পরীক্ষা দিতে হবে।