ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে গতকাল ভারতে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ঢাকা ছাড়ার আগে দুপুরে বনানীতে নিজের বাসায় মিডিয়া কর্মীদের সঙ্গে কথা বলেছেন তিনি। সে সময় বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটারদের ব্যাপক প্রশংসা করেন সাকিব। তিনি বলেন, 'এবারের বিশ্বকাপে নতুন খেলোয়াড়রা অনেক ভালো করেছে। সে কারণে আমরা ভালো করেছি। সৌম্য, সাব্বির, তাসকিন অসাধারণ খেলেছেন। সিনিয়াররাও দারুণ পারফরম্যান্স করেছে। সে কারণেই আমরা কোয়ার্টার ফাইনালে উঠেছিলাম। এখন আমাদের দৃষ্টি আগামী বিশ্বকাপের দিকে।'
আইপিএলের গত আসরে সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সেই শিরোপা জিতেছিল বলিউড বাদশা শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। এবারও কলকাতাকে চ্যাম্পিয়ন করার প্রত্যয় নিয়ে মাঠে নামবেন তিনি।