ফেডারেশন কাপ শেষ হওয়ার পরই মাঠে পেশাদার ফুটবল লিগ গড়ানোর কথা ছিল। কিন্তু এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাই পর্বের কারণে তা সম্ভব হয়নি। তবে লিগ কমিটির ঘোষণা ছিল ৩ এপ্রিল থেকে পেশাদার ফুটবলের পর্দা উঠবে। না শিডিউল অনুযায়ী আজ থেকে লিগ শুরু হচ্ছে না। বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেন, বেশিদিন পেছাবে না। আশা রাখি ৫ এপ্রিল থেকে লিগ শুরু করতে পারব। আজ বিকালে লিগ কমিটির সভা অনুষ্ঠিত হবে। সেখানে ক্লাবগুলো আপত্তি না তুললে রবিবার থেকে লিগ শুরু হয়ে যাবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ছাড়াও হোম গ্রাউন্ড হিসাবে এবার চট্টগ্রাম এম এ আজিজ ও গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে পেশাদার লিগ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম আবাহনীর হোম ভেন্যু এম এ আজিজ ও গোপালগঞ্জে হবে মুক্তিযোদ্ধার ম্যাচ। ফেনী সকার লিগ খেললেও ফেনীতে কোনো ম্যাচ হবে না। এ ব্যাপারে সালাম বলেন, বেশ কিছু সমস্যার কারণে দলগুলো ফেনীতে খেলতে চায় না। তাই ঢাকার বাইরে এবার শুধু চট্টগ্রাম ও গোপালগঞ্জে লিগ অনুষ্ঠিত হবে।