মিয়ামি ওপেনে মেয়েদের এককের বর্তমান চ্যাম্পিয়ন মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস এবারেও শিরোপা জয়ের পথে ছুটে চলেছেন। গতকাল কোয়ার্টার ফাইনালে সেরেনা জার্মানির সেবাইন লিসিকিকে ৭-৬ (৭/৪), ১-৬, ৬-৩ গেমে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছেন। প্রথম সেটে কষ্ট করেই জিতেছেন মার্কিন তারকা। দ্বিতীয় সেটে হেরেই গিয়েছিলেন। তবে তৃতীয় সেট সহজেই জিতে সেমিফাইনাল নিশ্চিত করেন সেরেনা। মেয়েদের এককে সেমিফাইনাল নিশ্চিত করেছেন রুমানিয়ান তরুণী সিমোনা হ্যালেপও। তিনি যুক্তরাষ্ট্রের স্লোয়ান স্টিফেনসকে ৬-১, ৭-৫ গেমে হারিয়েছেন কোয়ার্টার ফাইনালে। শেষ চারে সেরেনার মুখোমুখি হচ্ছেন সিমোনা হ্যালেপ। মেয়েদের এককে অন্য সেমিতে মুখোমুখি হবেন স্পেনের কার্লা সুয়ারেজ এবং জার্মানির আন্দ্রিয়া পেটকোভিচ।
এদিকে পুরুষ এককের বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছেন স্প্যানিশ তারকা ডেভিড ফেরারের। পুরুষ এককে সেমিফাইনাল নিশ্চিত করেছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে।