বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর কাছে আইসিসির সদ্য সাবেক সভাপতি মুস্তাফা কামালের উত্তরসূরির নাম চেয়েছে আইসিসি। মুস্তফা কামাল পদত্যাগ করলেও আইসিসির নিয়ম অনুযায়ী আগামী ৩০ জুন পর্যন্ত প্রেসিডেন্ট পদটি থাকবে বাংলাদেশের দখলেই।
বৃহস্পতিবার আইসিসি থেকে বিসিবি সভাপতি নাজমুল হাসানের কাছে নতুন সভাপতির নাম জানতে চাওয়া হয়। আগামী ১৫ ও ১৬ এপ্রিল দুবাইয়ে আইসিসি-র বোর্ডের সভায় নতুন প্রেসিডেন্টের ব্যাপারে আলোচনা হবে বলে জানা গেছে।
বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান জানান, ‘আইসিসির তরফে আমাকে ফোন করে মুস্তাফা কামালের উত্তরসূরির নাম জানতে চাওয়া হয়।’ যদিও এ ব্যাপারে এখনও পর্যন্ত কোন সিদ্ধান্ত জানায়নি বিসিবি। ৬ এপ্রিলে বোর্ডের সভায় এ নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
তবে বিসিবি প্রেসিডেন্টের আশঙ্কা, মাত্র তিন মাসের জন্য আইসিসি প্রেসিডেন্টের দায়িত্ব হয়তো কেউ নিতে চাইবেন না। তা ছাড়া মুস্তফা কামালের পদত্যাগ করায় বাংলাদেশের কেউ ওই পদে গিয়ে কতটা স্বস্তিতে থাকবেন, সেটাও প্রশ্ন। সে জন্য কারও নাম প্রস্তাব করার আগে অনেক ভাবনাচিন্তার প্রয়োজন।
তিনি জানান, ‘বাংলাদেশের কেউ এই পদে যেতে চাইবে কি না বা সাংবিধানিক কোনো জটিলতা আছে কি না, এসব দেখে সিদ্ধান্ত নিতে হবে। এমনও হতে পারে আমরা পদটি নাও চাইতে পারি।’ বিসিবি নাম না-পাঠালে অন্য কোনও দেশের প্রতিনিধি আইসিসির প্রেসিডেন্ট হবেন। সূত্র: ওয়েবসাইট।
বিডি-প্রতিদিন/০৩ এপ্রিল, ২০১৫/মাহবুব