অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠে স্বপ্ন পূরণ করেছে টাইগাররা। যদিও কোয়ার্টার ফাইনালে ভারতের বিরুদ্ধে আম্পায়ারের একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে হারতে বাধ্য হয়েছিলেন মাশরাফিরা। বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স মুগ্ধ করেছে ক্রিকেট বিশ্বকে। রিচার্ড হ্যাডলি, সুনীল গাভাস্কার, শেন ওয়ার্নের মতো কিংবদন্তি ক্রিকেটাররাও টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ। তাই বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর টাইগারদের বড় ধরনের সংবর্ধনা প্রাপ্যই ছিল। কিন্তু বিসিবি সভাপতি দেশের বাইরে থাকায় টাইগারদের দেশে ফেরার দিন বড় কোনো আয়োজন করেনি ক্রিকেট বোর্ড। শুধু ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছিল। কিন্তু কাল দুপুরে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, খুব শিগগিরই টাইগারদের বড় ধরনের সংবর্ধনা দেবেন। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ ক্রিকেটপাগল। যে কারণে সাধারণ মানুষের জন্য ঢাকায় আগামী ৮-৯ এপ্রিল বড় ধরনের সংবর্ধনার আয়োজন করা হবে। এ বিষয় নিয়ে আগামী রবিবার বিসিবিতে সভা ডাকা হয়েছে।’ বিসিবি সভাপতি বলেন, ‘বাংলাদেশের মানুষ কতটা ক্রিকেটপাগল তা সারা দুনিয়ার মানুষ দেখেছে। ভারতের সঙ্গে ওই ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) থেকে শুরু করে দেশ-বিদেশে সব জায়গাতেই সমালোচনা হয়েছে। তাই ক্রিকেটভক্তদের জন্যই এ আয়োজন করা হচ্ছে। আসলে ক্রিকেটারদের সংবর্ধনা আগেই দেওয়ার কথা ছিল। কিন্তু এ কয়েকদিন (কামালের পদত্যাগ নিয়ে) যা হয়েছে তা নিয়ে খুব বিপদে ছিলাম। এখন কিছুটা ভালো লাগছে। আশা করছি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।’ বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসা করে তিনি বলেন, ‘বাংলাদেশ বিশ্বকাপে অসাধারণ ক্রিকেট খেলেছে, যেমন রিয়াদ-মুশফিক। তরুণদের মধ্যে সাব্বির-সৌম্য যেভাবে খেলেছে তাতে বাংলাদেশ আগামী দু-এক বছরের মধ্যে অনেক এগিয়ে যাবে। আইসিসি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও বাংলাদেশের প্রশংসা করেছে।’
শিরোনাম
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- ইতিহাসে দীর্ঘতম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শাটডাউন
- ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন করল জাপান
- ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : ডা. জাহিদ
- ‘আরবান ট্রি মিউজিয়াম’, ‘বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র’ গড়ে তুলছে ডিএনসিসি
- রংপুরে বেড়েছে খড়ের কদর, লাভবান কৃষক
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৪৮
- জকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২২ ডিসেম্বর
- পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়
মাশরাফিদের বিশাল সংবর্ধনা শিগগিরই
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর