অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠে স্বপ্ন পূরণ করেছে টাইগাররা। যদিও কোয়ার্টার ফাইনালে ভারতের বিরুদ্ধে আম্পায়ারের একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে হারতে বাধ্য হয়েছিলেন মাশরাফিরা। বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স মুগ্ধ করেছে ক্রিকেট বিশ্বকে। রিচার্ড হ্যাডলি, সুনীল গাভাস্কার, শেন ওয়ার্নের মতো কিংবদন্তি ক্রিকেটাররাও টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ। তাই বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর টাইগারদের বড় ধরনের সংবর্ধনা প্রাপ্যই ছিল। কিন্তু বিসিবি সভাপতি দেশের বাইরে থাকায় টাইগারদের দেশে ফেরার দিন বড় কোনো আয়োজন করেনি ক্রিকেট বোর্ড। শুধু ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছিল। কিন্তু কাল দুপুরে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, খুব শিগগিরই টাইগারদের বড় ধরনের সংবর্ধনা দেবেন। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ ক্রিকেটপাগল। যে কারণে সাধারণ মানুষের জন্য ঢাকায় আগামী ৮-৯ এপ্রিল বড় ধরনের সংবর্ধনার আয়োজন করা হবে। এ বিষয় নিয়ে আগামী রবিবার বিসিবিতে সভা ডাকা হয়েছে।’ বিসিবি সভাপতি বলেন, ‘বাংলাদেশের মানুষ কতটা ক্রিকেটপাগল তা সারা দুনিয়ার মানুষ দেখেছে। ভারতের সঙ্গে ওই ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) থেকে শুরু করে দেশ-বিদেশে সব জায়গাতেই সমালোচনা হয়েছে। তাই ক্রিকেটভক্তদের জন্যই এ আয়োজন করা হচ্ছে। আসলে ক্রিকেটারদের সংবর্ধনা আগেই দেওয়ার কথা ছিল। কিন্তু এ কয়েকদিন (কামালের পদত্যাগ নিয়ে) যা হয়েছে তা নিয়ে খুব বিপদে ছিলাম। এখন কিছুটা ভালো লাগছে। আশা করছি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।’ বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসা করে তিনি বলেন, ‘বাংলাদেশ বিশ্বকাপে অসাধারণ ক্রিকেট খেলেছে, যেমন রিয়াদ-মুশফিক। তরুণদের মধ্যে সাব্বির-সৌম্য যেভাবে খেলেছে তাতে বাংলাদেশ আগামী দু-এক বছরের মধ্যে অনেক এগিয়ে যাবে। আইসিসি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও বাংলাদেশের প্রশংসা করেছে।’
শিরোনাম
- পঞ্চগড়ে অধ্যক্ষ পদায়নের প্রতিবাদে কলেজ ছাত্রীদের বিক্ষোভ
- নেত্রকোনায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
- গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ বাস্তবায়নে দিনব্যাপী কর্মশালা
- রাজশাহীর সাবেক দুই উপজেলা চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- রাজধানীতে এক রাতে চার অস্বাভাবিক মৃত্যু
- বানারীপাড়ায় তিন ডাকাত গ্রেপ্তার
- ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
- কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ খালেদা জিয়ার
- শামিকে প্রাণনাশের হুমকি, ১ কোটি রুপি দাবি
- সিন্ধু চুক্তি স্থগিতকে মানবতাবিরোধী অপরাধ বললেন বিলওয়াল ভুট্টো
- চাঁপাইনবাবগঞ্জে আম ব্যাবসায়ী-চাষী-উদ্যোক্তাদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত
- রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ২০
- সাবেক ডিবি প্রধান হারুনের ঘনিষ্ঠ জাহাঙ্গীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- উপাচার্যের অপসারণ দাবিতে ববির প্রশাসনিক ভবনে তালা
- রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১
- সাতক্ষীরায় সাংবাদিককে কারাদণ্ড দেওয়া সেই ইউএনওকে বদলি
- বিমান বাহিনীর সাবেক প্রধানের জমিসহ ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
- সাবেক এমপি শম্ভুর স্ত্রীর ২ ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
- একদিনে চার দেশে হামলা চালাল ইসরায়েল
- এ বছর সাংবাদিকতার ‘নোবেল’ পুলিৎজার পেলেন যারা
মাশরাফিদের বিশাল সংবর্ধনা শিগগিরই
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর