পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের কথা চিন্তা করেই আজ থেকে বিসিএল ওয়ানডে সিরিজ করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। ম্যাচগুলো হবে দিবা-রাত্রির। আজ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে প্রাইম ব্যাংক সাউথ জোনের মুখোমুখি হবে ইসলামী ব্যাংক ইস্ট জোন। আরেক ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি নর্থ জোনের বিরুদ্ধে খেলবে ওয়ালটন সেন্ট্রাল জোন। গতকাল বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চার দলের অধিনায়ক ও ফ্রাঞ্চাইজি কর্মকর্তারা।
বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট নিয়ে বিসিবি-টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, 'জাতীয় দলের সব ক্রিকেটারই এই টুর্নামেন্টে অংশ নেবে। পাকিস্তান সিরিজের আগে এই টুর্নামেন্ট ক্রিকেটারদের প্রস্তুতিতে খুবই কাজ দেবে।'
জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বিসিএলে প্রাইম ব্যাংক সাউথ জোনের নেতৃত্ব দেবেন। তিনিও মনে করেন পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে এই টুর্নামেন্ট খুবই কাজ দেবে। 'বিশ্বকাপের পর খেলোয়াড়রা বেশ কয়েকদিন বিশ্রামে ছিলেন। পাকিস্তান সিরিজের আগে এমন একটি টুর্নামেন্ট দলের সবার জন্য ভালো হয়েছে। পাকিস্তান সিরিজের আগে দলের প্রস্তুতির জন্য ভালো সুযোগ। বিশ্রাম থেকে পাকিস্তান সিরিজের জন্য সবাই নিজেকে প্রস্তুত করতে পারবেন।'
বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে দেশবাসী প্রত্যাশা খুব বেশি ছিল না। কিন্তু টাইগাররা দুর্দান্ত পারফর্ম করে কোয়ার্টার ফাইনালে ওঠে ক্যারিশমা দেখিয়েছেন। কিন্তু দেশের মাটিতে পারফরম্যান্সের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন কিনা, এমন প্রশ্নে মাশরাফি বলেন, 'বিশ্বকাপের জন্য আমরা অস্ট্রেলিয়ার কন্ডিশনে নিজিদের প্রস্তুত করেছিলাম। বেশ কয়েক মাস আমরা অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলেছি। নিজেদের কন্ডিশনে খেলার আগে এ টুর্নামেন্টের মধ্য দিয়ে সবাই ফের প্রস্তুত হব। বিশ্বকাপের ফর্ম ধরে রাখতে এ টুর্নামেন্ট উপকারে আসবে।'
বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটার ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। দুইটি দারুণ সেঞ্চুরি করেছিলেন। রিয়াদও মনে করেন এই টুর্নামেন্ট পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে দারুণ ভূমিকা রাখবে। তিনি বলেন, 'আশা করছি দারুণ একটি টুর্নামেন্ট হবে। পাকিস্তান সিরিজের আগে আমাদের সবার প্রস্তুতির জন্য ভালো সুযোগ। যারা খেলবে সবার জন্যই ভালো হবে।' মাহমুদুল্লাহ মনে করেন, এই টুর্নামেন্টে ভালো করলে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে তরুণ ক্রিকেটাররাও দলে জায়গা করে নিতে পারেন। 'অনেক খেলোয়াড় আছে যারা আগের ম্যাচেও ভালো পারফরম্যান্স করেছে। এখানে যারা ভালো করবে তাদের জন্য জাতীয় দলে খেলার সুযোগ থাকবে। এখানে পারফরম্যান্স দেখানো সবার জন্যই ওপেন।'
বাংলাদেশ স্পিননির্ভর দল হলেও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতেও দারুণ খেলেছেন। তবে মাশরাফি চান নিজেদের শক্তিমত্ত্বা যেখানে বেশি, সে রকম উইকেট হলেই ভালো হয়। 'বিশ্বকাপে আমরা স্পোর্টিং উইকেটে খেলেছি। স্পোর্টিং উইকেটে খেলে আমরা এখন ফর্মে আছি। আমি মনে করি, বিশ্বকাপের মতো উইকেটে হলেই সবার জন্য ভালো হয়। তবে আমরা যেহেতু নিজেদের মাঠে স্পিনারদের ওপর বেশি নির্ভর করি। তাই পাকিস্তান সিরিজকে সামনে রেখেই সেভাবেই করা উচিত।' তবে ঘরোয়া ক্রিকেটে কেমন উইকেট চান? মাশরাফি বলেন, 'উইকেটে একটু ঘাস থাকা উচিত। আমি দেখেছি উইকেটে ঘাস আছে। আমার কাছে মনে হয়েছে উইকেট স্পোর্টিং হবে। আসলে আমার কাছে যেটা মনে হয়, আমরা যাদের বিপক্ষে খেলব তাদের বিষয় চিন্তা করেই উইকেট হওয়া উচিত।' তবে বিশ্বকাপের পর আইসিসি ইস্যু নিয়ে জল অনেক ঘোলা হয়েছে। এসব নিয়ে চিন্তিত নন মাশরাফি। তার চেয়ে বরং নিজেদের পারফরম্যান্স নিয়েই খুশি ভাবতে ভালো লাগছে ম্যাশের, 'বিশ্বকাপে আমরা যা করেছি সেটা কিন্তু আমাদের অনেক বড় পাওয়া। যা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি। হ্যাঁ, আর একটু উপরে উঠতে পারলে আরও বেশি ভালো লাগত। বিশ্বকাপ থেকে দেশে ফেরার পর যে ভালোবাসা পেয়েছি তা প্রত্যাশার চেয়ে অনেক বেশি।'