জুনায়েদ খানকে ফাইন লেগে বাউন্ডারি মারতেই পুরো স্টেডিয়াম ফেটে পড়ল 'বাঘাওয়াশ, বাঘাওয়াশ' বলে। ২৯ বছরের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এই প্রথম পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। অথচ পাকিস্তানকে দ্বিতীয়বার হারাতে দীর্ঘ ১৬ বছর অপেক্ষা করতে হয় টাইগারদের। ১৯৯৯ সালে প্রথম হারিয়েছিল পাকিস্তানকে। এবার ঘরের মাঠে হারাল টানা তিন ম্যাচে। পাকিস্তানকে বাঘাওয়াশের সুখস্মৃতি নিয়ে আগামীকাল একমাত্র টি-২০ ম্যাচ খেলতে নামবেন মাশরাফিবাহিনী। টি-২০ ম্যাচের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই স্কোয়াডের চমক বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান। প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেলেন মুস্তাফিজ। তার সঙ্গে আরও এক নতুন মুখ লিটন কুমার দাস। দুজনের অন্তর্ভুক্তিতে বাদ পড়েন পেসার রুবেল হোসেন ও বাঁ হাতি ব্যাটসম্যান মুমিনুল হক সৌরভ।
ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। তামিম ইকবাল টানা দু-দুটি এবং একটি করে সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম ও সৌম্য সরকার। গতকাল ফারুক আহমেদের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল যে স্কোয়াড ঘোষণা করেন, তাতে প্রথমবারের মতো জায়গা পেয়ে চমকে দিয়েছেন মুস্তাফিজ। অনুর্ধ্ব-১৯ দলের হয়ে দু-দুটি বিশ্বকাপ খেলা মুস্তাফিজ নিয়মিত খেলছেন বাংলাদেশ 'এ' দলে। বোলিং বৈচিত্র্যের জন্যই তাকে দলে নেওয়া হয়েছে বলেন প্রধান নির্বাচক ফারুক। 'মুস্তাফিজের দলভুক্ত সারপ্রাইজ মনে হতে পারে। কিন্তু সে যোগ্যতার পরিচয় দিয়েই সুযোগ পেয়েছেন দলে। অনূর্ধ্ব-১৯ ও এ দলের হয়ে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া।
টি-২০ স্কোয়াড : তামিম ইকবাল, রনি তালুকদার, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান রুম্মন, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, আবুল হাসান রাজু, মুস্তাফিজুর রহমান ও আরাফাত সানি।