শিরোনাম পড়ে ভাবছেন এই প্রতিবেদক হয়তো পাগল হয়ে গেছে। কারণ পাকিস্তানকে বাংলাওয়াশের ম্যাচেই তো প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন সৌম্য। তাহলে ২০১৯ বিশ্বকাপের মানে কি? নাকি ২০১৫ বিশ্বকাপ বলতে গিয়ে ভুল করে ওই এই প্রতিবেদক ২০১৯ লিখেছেন। আপনি যাই ভাবেন না কেন শিরোনাম কিন্তু ঠিকই আছে।
সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত-২০১৫ বিশ্বকাপে অভিষেক হয় টাইগার ওপেনার সৌম্য সরকারের। তখন সৌম্যের ব্যাটিং দেখেছে পুরো বিশ্ব। কিন্তু সে সময় সৌম্য ঝড়ো ব্যাটিং করলেও তিনি থিতু হয়ে পারেননি। এ জন্য বিশ্বকাপের সময় মজা করে নাকি সৌম্যকে বলা হয়েছিলো এভাবে খেললে প্রথম সেঞ্চুরিটা আসবে পরের বিশ্বকাপে! আর এ কথা জানালেন স্বয়ং অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা!
বুধবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বিশ্বকাপ চলাকালীন সময়ে আমার কাছে অস্ট্রেলিয়ায় বাংলাদেশী প্রবাসী ইকরাম বাবু নাকি মজা করে বলেছিলেন, সৌম্য যেভাবে ব্যাট করছে তাতে ওর প্রথম শতক আসতে পরের বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করতে হবে!’
এর পরপরই মাশরাফি বললেন, কিন্তু সৌম্য পরের বিশ্বকাপ নয়, বিশ্বকাপ থেকে ফিরে প্রথম সিরিজেই শতক তুলে নিয়েছে।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল, ২০১৫/মাহবুব