স্পট ফিক্সিংয়ের দায়ে ১০ বছর নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটার সালমান বাটকে দুবাইয়ের এক বৈঠকের জন্য তলব করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি)। তবে কি বিষয়ে বৈঠক হবে তা বাটকে জানানো হয়নি।
এ বিষয়ে পাকিস্তানি পত্রিকা ‘ডেইলি টাইমস’কে বাট বলেন, ‘আমি এখনো জানি না কি কারণে আমাকে তবল করা হয়েছে।’ তবে নিষেধাজ্ঞার মেয়াদ কমানোর ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)’র কাছে আবেদন করেন। হয়তো এ নিয়েই আলোচনা হতে পারে।’
আইসিসির দুর্নীতি দমন কোড সংশোধন করায় আবারও ক্রিকেটে ফেরার আশায় রয়েছেন তিনি। গত সোমবার দুবাইয়ে আইসিসির দুই দিনের বোর্ড মিটিং বসে। সেখানে নির্বাসিত ক্রিকেটারদের শাস্তির মেয়াদ কমানোর জন্য সংশ্লিষ্ট বোর্ডকে দায়িত্ব দেওয়া হয়। আর তাতে আলো মুখ দেখছেন নিষিদ্ধ সালমান।
এক বিবৃতিতে পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, ‘আইসিসির সভায় আমাদের বিষয়ে আলোচনা করা হয়েছে। শাস্তির মেয়াদ কমানোর বিষয়টি সেই সভায় উঠে এসেছে। এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে। বোর্ড আমাদের বিষয়টি ভেবে দেখবে। আশা করছি, ক্রিকেটে আবারও ফিরতে পারব।’
প্রসঙ্গত, ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে স্পট ফিক্সিংয়ের বিপক্ষে মোহাম্মদ আসিফ, সালমান বাট এবং আমির স্পট ফিক্সিংয়ের দায়ে ভিন্ন ভিন্ন মেয়াদে নিষিদ্ধ হন। এদের মধ্যে নিষেধাজ্ঞা কাটিয়ে ইতিমধ্যেই ফিরতে চলেছেন আমির।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল, ২০১৫/মাহবুব