জুটি গড়ার পর দুর্দান্ত ছন্দেই এগিয়ে চলছিলেন সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস। টানা ৩টি আসরের শিরোপাও জিতে নিয়েছে এই জুটি। কিন্তু চতুর্থ আসরে হোঁচট খেতে হয়েছে সানিয়া-হিঙ্গিস জুটিকে। তাদের ছন্দ পতন ঘটিয়েছেন পেত্রা মার্তিচ-স্টেফানি ভগ জুটি।
পোর্সচে টেনিস গ্র্যাঁ প্রিঁ আসরে সানিয়া-হিঙ্গিস জুটিকে ৬-৩, ৬-৩ সেটে হারিয়ে দিয়েছেন প্রথমবারের মতো জুটি গড়ে কোর্টে নামা মার্তিচ ও ভগ।
উল্লেখ্য, ভারতের সানিয়া মির্জা ও সু্ইজারল্যান্ডের মার্টিনা হিঙ্গিস জুটি গড়ার পর ইন্ডিয়ান্স ওয়েলস, মায়ামি ও চার্লসটোন আসরের শিরোপা জিতে নিয়েছিলেন। অনেকটা অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন তারা। যে কারণে আন্তর্জাতিক প্রমীলা ডালবস ইভেন্টের র্যাঙ্কিংয়ে সানিয়া মির্জা প্রথম ভারতীয় প্রমীলা টেনিস তারকা হিসেবে এক নম্বর স্থান দখল করে ইতিহাসও গড়েছেন।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৫/ এস আহমেদ