বাংলাদেশের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে হেরে যাওয়ায় র্যাংকিংয়ে পাকিস্তানের অবনতি হয়েছে। তারা সপ্তম স্থান থেকে নেমে গেছে অষ্টম স্থানে। পাকিস্তানের বর্তমান রেটিং পয়েন্ট ৯২। এদিকে একই রেটিং পয়েন্ট নিয়েও কিছুটা এগিয়ে থাকায় ওয়েস্ট ইন্ডিজ র্যাংকিংয়ে উঠে গেছে সপ্তম স্থানে।
পাকিস্তানকে বাঘাধোলাই করে র্যাংকিংয়ে বাংলাদেশের কোনো উন্নতি না হলেও রেটিং পয়েন্ট বেড়েছে ৫। ৮১ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ অবস্থান করছে পাকিস্তানের পরেই নবম স্থানে। রেটিং পয়েন্টে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ব্যবধান এখন ১১। ৫০ রেটিং পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ে রয়েছে দশম স্থানে। একাদশ ও দ্বাদশ স্থানে রয়েছে আয়ারল্যান্ড ও আফগানিস্তান।
র্যাংকিংয়ের শীর্ষ ১২ দল :
দেশ র্যাংকিং রেটিং পয়েন্ট
অস্ট্রেলিয়া ১ ১২২
ভারত ২ ১১৬
দক্ষিণ আফ্রিকা ৩ ১১২
শ্রীলঙ্কা ৪ ১০৮
নিউজিল্যান্ড ৫ ১০৭
ইংল্যান্ড ৬ ১০১
ওয়েস্ট ইন্ডিজ ৭ ৯২
পাকিস্তান ৮ ৯২
বাংলাদেশ ৯ ৮১
জিম্বাবুয়ে ১০ ৫০
আয়ারল্যান্ড ১১ ৪৪
আফগানিস্তান ১২ ৩৮
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৫/ এস আহমেদ