‘বি’ ফর ভিক্টোরি
বি মানেই ভিক্টোরি। হ্যাঁ, বিশ্ব ক্রীড়ার গত দুই দিনে এটাই প্রমাণ হয়েছে। মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন লিগে বার্সেলোনা ২-০ ও ব্রায়ান মিউনিখে ৬-১ গোলে জয় পেয়েছে। অন্যদিকে বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে ম্যাচে ৮ উইকেটে জয় পেয়ে পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এটাকে গুরুত্ব দিয়ে কলকাতা থেকে প্রকাশিত দৈনিক এবেলা উল্লেখ করেছে বি ফর ভিক্টোরি। তিন বিজয়ী দলের উৎসবের ছবিও ছেপেছে দৈনিকটি। ক্রিকেটে বাংলাদেশের জয় নতুন কোনো ঘটনা নয়। কিন্তু ভারতীয় পত্রিকাগুলো বাংলাদেশের বিজয়ের কথা গুরুত্ব সহকারে প্রকাশ করত না। এবারই ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে। শুধু এ বেলা নয় আনন্দবাজারসহ ভারতীয় অন্য পত্রিকাতেও পাকিস্তানকে হারানোর প্রতিবেদন ভালোভাবেই তুলে ধরা হয়েছে।
ভাবতে হবে
ওয়ানডে ক্রিকেটে টানা তিন ম্যাচ হেরে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। এ নিয়ে চলছে পাকিস্তানে সমালোচনার ঝড়। বেশ কজন সাবেক ক্রিকেটার ক্ষোভের সঙ্গে বলেছেন, হতে পারে পাকিস্তান দলে আগের মতো নাম করা ক্রিকেটার নেই। কিন্তু দল হিসেবে এতটা দুর্বল ছিল না যে হোয়াইটওয়াশ হবে। এই হারের পর আর বসে থাকা যায় না। কিভাবে ক্রিকেটকে উন্নয়ন ঘটান যায় তা নিয়ে এমনই ভাবতে হবে।
শেখ জামালের জয়
পিছিয়ে থেকেও জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত মান্যবর প্রিমিয়ার ফুটবল লিগে শেখ জামাল ২-১ গোলে টিম বিজেএমসিকে পরাজিত করে। অপেক্ষাকৃত অনেক দুর্বল প্রতিপক্ষ হলেও প্রথমে গোলের দেখা পেয়েছিল বিজেএমসি। ২৪ মিনিটে স্যামসন্সের গোলে তারা এগিয়ে যায়। পরে ২৪ ও ৭২ মিনিটে ওয়েডসন ও ডালিংটনের গোলে শেখ জামাল জিতে যায়।
মুশকিল হবে
ঢাকায় আজ বাংলাদেশ-পাকিস্তানের একমাত্র টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়ানডেতে হোয়াইটওয়াশ হলেও টি-২০ তে কি হবে বলা মুশকিল। কারণ মাঠে নামবে শহীদ আফ্রিদি। যাকে টি-২০ এক্সপার্ট বলা যায়। জাতীয় দলের সাবেক এক ক্রিকেটার বললেন, এক আফ্রিদি গর্জন দিতে শুরু করেছে তা টি-২০ ম্যাচেও সামাল দেওয়া মুশকিল হবে পাকিস্তানের।