ওয়ানডেতে হোয়াইটওয়াশের পর এবার টি-২০তেও জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে তেমন কোনো সাফল্য নেই বাংলাদেশ দলের। দেশটির বিপক্ষে খেলা সাতটি ম্যাচেই হেরেছে টাইগাররা। তবে ওয়ানডে সিরিজের পারফরমেন্স ধরে রাখতে পারলে টি-২০তে জয়ের ব্যাপারে আশাবাদী টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছিলেন, যদিও টি-২০তে পাকিস্তানের বেশ কিছু সিনিয়র ক্রিকেটার (শহীদ আফ্রিদি, আহমেদ শেহজাদ, সোহেল তানভীর) যুক্ত হচ্ছে তারপর টাইগারদের সাম্প্রতিক ফর্মের উদাহরণ টেনে তিনি বলেন ম্যাচটি জেতার আমাদের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৫/মাহবুব