বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সফরকারী পাকিস্তান হোয়াইটওয়াশ হওয়ায় দলের প্রধান কোচ ওয়াকার ইউনিসকে পদত্যাগের পরামর্শ দিলেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ। অন্যদিকে দেশটির সাবেক ক্রিকেটার রমিজ রাজা বাংলাদেশ সফরে পাকিস্তানের পারফরম্যান্সকে 'অবিশ্বাস্য', 'হতাশাজনক' ও 'লজ্জাজনক' বলে অভিহিত করেছেন।
সফরকারী পাকিস্তানের খারাপ পারফরম্যান্স সম্পর্কে সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান রশিদ লতিফ বলেন, 'আমি মনে করি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে লজ্জাজনক পারফরম্যান্সের কারণে ওয়াকার যদি নিজ থেকে পদত্যাগ করে তবে তা তার জন্য ভালো হবে।'
বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে উন্নতি করলেও দেশটির কাছে পাকিস্তানের হোয়াইটওয়াশ প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেন রশিদ লতিফ। তিনি বলেন, 'বাংলাদেশ সাম্প্রতিক সময়ে খুব উন্নতি করেছে। তবে তাদের কাছে এভাবে লজ্জাজনক হার মেনে নেয়া যায় না। এই বিপর্যয়কর ফলাফলের জন্য দলের ম্যানেজমেন্টই দায়ী। তারা এমনকি যোগ্য ১১ জনকে মাঠে নামাতেই পারেনি।'
পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে আজহার আলি সফল হবে না বলেও মনে করেন রশিদ। পাশাপাশি বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশের দায়ভার কোচ ওয়াকারের নিজের কাঁধে নেয়া উচিত বলেও মনে করেন তিনি। তিনি বলেন,' 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'খ্যাত সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার বাংলাদেশের বিপক্ষে ২৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের জন্য পাকিস্তান দলকে সতর্ক করেন। তিনি বলেন, 'আমরা ওয়ানডে সিরিজে হেরেছি। আমি টেস্ট সিরিজেও একই ফলাফল দেখতে পাচ্ছি।'
পাকিস্তান ক্রিকেটকে এগিয়ে নেয়ার কোনো জ্ঞানই বর্তমান টিম ম্যানেজমেন্টের নেই বলে মন্তব্য করেন শোয়েব। তিনি বলেন, 'তারা (টিম ম্যানেজমেন্ট) তো সেরা একাদশ সাজাতেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে যা মেনে নেয়া যায় না।' তিনি আরো বলেন, 'আগের বছরগুলোতে আমরা স্পিনারদের ওপর ভর করে ম্যাচ জিতেছি। কিন্তু এখন সামনে কঠিন সময় অপেক্ষা করছে।'
এদিকে, পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার রমিজ রাজা বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের হোয়াইটওয়াশ হওয়াকে 'অবিশ্বাস্য’, ‘হতাশাজনক’ ও ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করেন। কোচ হিসেবে ওয়াকার ব্যর্থ হয়েছেন বলেও মনে করেন তিনি।
রমিজ রাজা বলেন, 'পাকিস্তান ক্রিকেট অজানা গন্তব্যের দিকে যাচ্ছে এবং আমরা ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার করছি। বাংলদেশের কাছে পাকিস্তান যেভাবে হেরেছে তা অবিশ্বাস্য, হতাশাজনক, লজ্জাজনক।' পাকিস্তানের ক্রিকেটাররা ভুল থেকেও শিক্ষা নেয় না বলেও মন্তব্য করেন রমিজ রাজা।
বিডি-প্রতিদিন/ ২৪ এপ্রিল ২০১৫/শরীফ