বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টি-২০ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করছে সফরকারী পাকিস্তান। মিরপুর শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হয়েছে। পাকিস্তানের হয়ে ব্যাটিংয়ে নেমেছেন অাহমেদ শেহজাদ ও মুক্তার আহমেদ।
আজকের ম্যাচে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বাংলাদেশের একাদশ হচ্ছে তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেইন, আরাফাত সানি, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। আর পাকিস্তানের একাদশটি হচ্ছেন মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, হ্যারিস সোহাইল, অধিনায়ক শহীদ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, মুক্তার আহমেদ, সোহাইল তানবীর, ওয়াহাব রিয়াজ, ওমর গুল ও সাঈদ আজমল।
বিডি-প্রতিদিন/ ২৪ এপ্রিল ২০১৫/শরীফ