হুঙ্কার ছেড়েছিলেন শহীদ আফ্রিদি, টি-২০ ক্রিকেটে পাকিস্তান খুবই ভয়ঙ্কর! সাবধান টাইগাররা! কিন্তু বিড়ালের ‘মিউ মিউ’ নিজের কাছে যত ভয়ঙ্করই মনে হোক, টাইগারের কাছে তার কী পাত্তা আছে! ফল কী দাঁড়াল? সেই ৭ উইকেটে হার। এবার হলো তো মি. ‘বুম বুম’! বুঝলে কত ধানে কত চাল! ওয়ানডের পর বাংলার বাঘদের কাছে টি-২০তেও পাকিস্তান নাস্তানাবুদ।
টি-২০তে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম জয়। বলতে হবে কেবল তো শুরু! আগের সাত ম্যাচে হেরেছে অন্য এক দল! এই বাংলাদেশ সম্পূর্ণ আলাদা। যাদের কাছে অতীত রেকর্ডবুক পরিসংখ্যানের খেরোখাতা ছাড়া আর কিছু নয়!
কী সাহস! কী আত্মবিশ্বাস। একেকজন ক্রিকেটারের শরীর থেকে যেন ঠিকরে বেরুচ্ছিল অগ্নিশিখা। আর সেই অগ্নিশিখাতেই জ্বলেপুড়ে ছাড়খার পাকিস্তান। ওয়ানডেতে বাংলাওয়াশের পর তবু ‘তরুণ দল’ বলে এক অজুহাত দাঁড় করতে পেরেছিল। কিন্তু এখন! এই পাকিস্তানে সিনিয়র সব ক্রিকেটারই ছিল। তার পরেও ফলাফলে তো কোনো পরিবর্তন নেই। টাইগারদের সামনে দাঁড়িয়ে লড়াইয়ের আহ্বানই জানাতে পারেনি। সত্যি কথা বলতে কি, পাকিস্তান পাকিস্তানের মতোই আছে! তাদের শক্তিমত্তা কমেনি। তবে পুরো বদলে গেছে বাংলাদেশ। ম্যাচ শেষে মাশরাফি বলেন, ‘এটা অভূতপূর্ব এক মুহূর্ত। এই সাফল্য কঠোর পরিশ্রমের ফল।’ হেরে আফ্রিদিও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশকে। বুম বুম বলেন, ‘এটা বাংলাদেশের অবিস্মরণীয় মুহূর্ত। অসাধারণ খেলছে মাশরাফির দল। তবে অনেক দিন পর বাংলাদেশে এসে খুবই ভালো লেগেছে আমার।’
মাশরাফির দল যে কতটা ভারসাম্যপূর্ণ তা বোঝা গেল আরেকবার। তিন ওয়ানডেতে খেলা শেষ করে দিয়েছিল টপ অর্ডাররাই। মিডলঅর্ডার ব্যাটসম্যানরা দলে ছিল শুধু শো-পিস হয়ে। কাল পাকিস্তানের দেওয়া ১৪২ রানের ‘পুচকে’ টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা। মাত্র ৩৮ রানে তিন উইকেটের পতনের পর আশঙ্কা জাগা স্বাভাবিক। কিন্তু মিডলঅর্ডার ব্যাটসম্যানরা বুঝিয়ে দিলেন তারা কোনোক্রমেই টপ অর্ডারের চেয়ে দুর্বল নয়। সাকিবের সঙ্গে সাব্বির রহমান অপরাজিত ১০৫ রানের জুটি গড়ে দলকে নিরাপদে পৌঁছে দিয়েছেন। মাত্র ৩২ বলে হার না মানা ৫১ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন সাব্বির। আর সাকিব শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৪১ বলে ৫৭ রান করে।
অবশ্য পাকিস্তানের বিরুদ্ধে জয়ের প্লাটফর্মটা তৈরি করেছিলেন বোলাররাই। এই ব্যাটিং উইকেট বিশ্বচ্যাম্পিয়নদের ১৪১ রানেই আটকে দেওয়া তো আর চাট্টিখানি কথা নয়! অভিষেকেই বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের সে কী দাপট! চার ওভারে মাত্র ২০ রানে তুলে নেন পাকিস্তানের সেরা দুই উইকেট। তবে মুস্তাফিজের অভিষেকটা স্মরণীয় হয়ে থাকবে আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম উইকেট হিসেবে পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদিকে আউট করার জন্য। ভয়ঙ্কর হয়ে ওঠার সঙ্গে সঙ্গে মোহাম্মদ হাফিজকেও থামিয়ে দিয়েছেন মুস্তাফিজ।
কাল মাশরাফি বিন মর্তুজা পাকিস্তানি ব্যাটসম্যানদের পরিকল্পনা নষ্ট করে দিতেই নিজে না এসে প্রথম ওভারে ১৯ বছর বয়সী মুস্তাফিজুরের হাতে বল তুলে দেন। প্রথম স্পেলে দুই ওভার বোলিং করেন এই বাঁ-হাতি পেসার। ১২ বলের মধ্যে ১০ বলই ডট। প্রতিটি বলেই যেন আগুন ঝরছিল। মুস্তাফিজ চমক দেখিয়েছেন দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসে আফ্রিদি ও হাফিজকে বিদায় করে দেন। অবশ্য হঠাৎ করে দলে এসেই মুস্তাফিজ যে ভালো করলেন তা কিন্তু নয়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে রেকর্ড রয়েছে তার। কাতারের বিরুদ্ধে ম্যাচে নিয়েছিলেন ৯ উইকেট। কাল টি-২০তে অভিষেক হয়েছে সৌম্য সরকারেরও। কিন্তু ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি হাঁকানো সৌম্যর টি-২০র যাত্রাটা ভালো হলো না। কোনো বল মোকাবিলা করার আগেই রানআউট হয়ে ফিরতে হয়েছে তাকে। তারপরেও সৌম্যর মন খারাপ করার কথা নয়। দলের উচ্ছ্বসিত সাফল্যের দিনে তার ‘ডায়মন্ড ডাক’টা না হয় ‘চাঁদের কলঙ্ক’ হয়েই থাক!
সংক্ষিপ্ত স্কোর কার্ড
পাকিস্তান ইনিংস : ২০ ওভারে ১৪১/৫ (মুক্তার ৩৭, হারিস ৩০, হাফিজ ২৬, শেহজাদ ১৭, আফ্রিদি ১২, তানভির ৮। মুস্তাফিজ ২/২০, আরাফাত ১/২৩, তাসকিন ১/২৯)।
বাংলাদেশ ইনিংস : ১৬.২ ওভারে ১৪৩/৩, (সাকিব আল হাসান ৫৭*, মুশফিক ১৯, সাব্বির রহমান ৫১*, তামিম ১৪, সৌম্য সরকার ০।
ওমর গুল ১/২৩, ওহাব রিয়াজ ১/৩৯)
ফলাফল : বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : সাব্বির রহমান।
শিরোনাম
- হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ
- ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল
- জুরাইনে ফুটপাতে পড়েছিল দুই লাশ
- সম্পর্ক জোরদারে ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী
- তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে : স্বাস্থ্য উপদেষ্টা
- থাকছে না নিবন্ধন পরীক্ষা, যে পদ্ধতিতে হবে শিক্ষক নিয়োগ
- বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম
- আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স ১৪২৪ মিলিয়ন ডলার
- সচিব হলেন আবু ইউসুফ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পদায়ন
- সাদাপাথরকাণ্ড: সিলেটের জেলা প্রশাসক ও ইউএনও বদলি
- মোদিকে ফোনে কী বললেন পুতিন?
- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন
- ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান
- ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন উমামা
- নরওয়ের তেল শোধনাগার অবরোধ গ্রেটা থুনবার্গের
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব রেহানা পারভীন
- করিডোর ইস্যুতে আর্মেনিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
- টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
- নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ
- ইউক্রেনকে ভর্ৎসনা হাঙ্গেরির
লজ্জায় ডুবল আফ্রিদিরাও
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর