ইউরোপিয়ান ক্লাব ফুটবলে নেপোলির শ্রেষ্ঠত্ব দেখেছিল ভক্তরা সেই ম্যারাডোনা যুগে। ১৯৮৯ সালে উয়েফা কাপ জয় করেছিল তারা। এরপর আর কখনোই ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। দীর্ঘদিন পর সেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছেছে নেপোলি আরও এক আর্জেন্টাইনের কাঁধে ভর করেই। গঞ্জালো হিগুয়েনই এখন নেপোলিকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। নিজে গোল করছেন। কখনো বা সতীর্থদের দিয়ে গোল করিয়ে বিজয় ছিনিয়ে আনছেন আর্জেন্টাইন তারকা হিগুয়েন। গত বৃহস্পতিবার তার দুর্দান্ত ফুটবলেই উয়েফা ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনালে ২-২ গোলে জার্মান ক্লাব উলফসবার্গের সঙ্গে ড্র করেছে নেপোলি। অবশ্য গোলের দেখা পাননি তিনি। তবে হোসে কলিয়নকে দিয়ে গোল করিয়েছেন। মার্টেনসের গোলেও রয়েছে তার অবদান। এ ড্রতেই ইউরোপা লিগের শেষ চারে পৌঁছে গেছে নেপোলি। প্রথম লেগে ৪-১ গোলে জিতে আগেই সেমিফানালের পথ সহজ করে রেখেছিল নেপোলি। ইউরোপা লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাব সেভিয়া, ইতালিয়ান ক্লাব ফিওরেন্টিনা ও ইউক্রেনিয়ান ক্লাব নিপ্রো নিপ্রোপেট্রোভস্ক। শেষ চারে সেভিয়া মুখোমুখি হচ্ছে ইতালিয়ান ক্লাব ফিওরেন্টিনার এবং নেপোলি মুখোমুখি হবে নিপ্রোর।